মাস্টার ডব্লিউবি (জন্ম: ১৫শ শতাব্দীর শেষের দিকে মেইঞ্জে) ছিলেন একজন বেনামী জার্মান চিত্রকর, খোদাইকারী এবং শেষ গথিক যুগের দাগযুক্ত কাচের নকশাকার। তাকে অস্থায়ীভাবে উলফগ্যাং বিউরর হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার সম্পর্কে খুব কমই জানা যায়।

হানাউতে মারিয়েনকির্চের দাগযুক্ত কাঁচের জানালা, মাস্টার ডব্লিউ বি-র করা কাজ।দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় জানালাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা