মাসুমা সুলতান বেগম

তিমুরিদীয় রাজকন্যা

মাসুমা সুলতান বেগম (১৫০৯ সালে মারা যান) ছিলেন ফেরঘানা ভ্যালি এবং সমরখন্দের রাণী। তিনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের চতুর্থ স্ত্রী ছিলেন।

মাসুমা সুলতান বেগম
তৈমুরি রাজকন্যা
ফেরঘানা উপত্যাকার রাণী
সমরখন্দের রাণী
রাজত্বআনু. ১৫০৭-১৫০৯
মৃত্যুআনু. ১৫০৯
কাবুল, আফগানিস্থান
দাম্পত্য সঙ্গীবাবর
বংশধরমাসুমা সুলতান বেগম (সম্রাট বাবরের মেয়ে)
রাজবংশতৈমুরি রাজবংশ (জন্মগত)
পিতাসুলতান আহমেদ মির্জা
মাতাহাবিবা সুলতান বেগম
ধর্মইসলাম

মাসুমা সুলতান বেগম সম্পর্কে তার স্বামীর চাচাতো বোন। তিনি সম্রাট বাবরের চাচা সমরকন্দবুখারার রাজা সুলতান আহমেদ মির্জার মেয়ে ছিলেন।

পরিবার এবং বংশধর সম্পাদনা

মাসুমা সুলতান বেগম ছিলেন সুলতান আহমেদ মির্জার পঞ্চম এবং কনিষ্ঠ কন্যা। তার মায়ের নাম হাবিবা সুলতান বেগম। তিনি সুলতান আহমেদ মির্জার পঞ্চম স্ত্রী। হাবিবা সুলতান বেগম হলেন সুলতান হুসেন আঘানের ভাইঝি। তার পাঁচজন বৈমাত্রেয় বোন ছিল। তিনি বাবরের মা কুতুগল নিগার খানমের বোন মিহির নিগার খানমের সৎ বোন ছিলেন। তিনি বাবরের প্রথম স্ত্রী আয়েশা সুলতান বেগমের বৈমাত্রেয় বোন ছিলেন। আয়েশা সুলতান বেগমকে পরে বড় বোন রাবিয়া সুলতান বেগমের প্রভাবের জন্য সম্রাট বাবর তালাক দিয়েছিলেন।[১]

তার পিতা ছিলেন আবু সাইদ মির্জার বড় ছেলে এবং উত্তরাধিকারী। মাসুমা সুলতানের চাচা উমর শেখ মির্জা ছিলেন ফেরঘানা ভ্যালির শাসক।

বিবাহ সম্পাদনা

সম্রাট বাবর সমরকন্দআন্দিজানে পরাজিত হলে মাসুমার মা হাবিবা সুলতান বেগম মাসুমা সুলতানকে হেরাতে নিয়ে আসেন। একদিন বাবর খোরাসানে গেলে মাসুমা সুলতান তার মায়ের সাথে সেখানে এসেছিলেন। মাসুমা সুলতান সম্রাট বাবরের প্রেমে পড়ে যান। সম্রাট বাবর বলেছিলেন, "একবার আমি তার মধ্যে আমার প্রতি অনেক প্রবণতা বেড়ে উঠতে দেখলাম।" সম্রাট বাবর তাকে বিয়ে করলেন।[২] সম্রাট বাবর কাবুলে ১৫০৭ সালে তিনি বিয়ে করেছিলেন।[৩][৪]

মৃত্যু সম্পাদনা

বিয়ের এক বছর পর তিনি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। বাচ্চার জন্মের সময় তিনি বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মারা গিয়েছিলেন। তার নামে তার মেয়ের নাম দেওয়া হয় মাসুমা সুলতান বেগম[৩][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Bābur (Mogulreich, Kaiser), John Leyden, William Erskine (১৮২৬)। Memoirs of Zehir-ed-Din Muhammed Baber, Emperor of Hindustan। Longman। পৃষ্ঠা 22–3। 
  2. Babur (Emperor of Hindustan) (২০০৬)। Babur Nama: Journal of Emperor Babur। Penguin Books India। পৃষ্ঠা 172। আইএসবিএন 978-0-144-00149-1 
  3. Begum, Gulbadan (১৯০২)। The History of Humayun (Humayun-Nama)। Royal Asiatic Society। পৃষ্ঠা 262 
  4. Jl Mehta (১৯৮৬)। Advanced Study in the History of Medieval India। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা 16। আইএসবিএন 978-8-120-71015-3 
  5. William Erskine (জানুয়ারি ১, ১৯৯৪)। History of India Under Baber। Atlantic Publishers & Dist। পৃষ্ঠা 526। আইএসবিএন 978-8-171-56032-5