মাল্টা ফুটবল অ্যাসোসিয়েশন

মাল্টার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(মাল্টা ফুটবল এসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)

মাল্টা ফুটবল অ্যাসোসিয়েশন (মাল্টীয়: Assoċjazzjoni tal-Futbol ta' Malta, ইংরেজি: Malta Football Association; এছাড়াও সংক্ষেপে এমএফএ নামে পরিচিত) হচ্ছে মাল্টার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৪] এই সংস্থাটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৬০ বছর পর ১৯৬০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মাল্টার রাজধানী তা' কালিতে অবস্থিত।

মাল্টা ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯০০; ১২৪ বছর আগে (1900)[১]
সদর দপ্তরতা' কালি, মাল্টা
ফিফা অধিভুক্তি১৯৫৯[১]
উয়েফা অধিভুক্তি১৯৬০
সভাপতিমাল্টা বিয়র্ন ভাসায়ো[২]
সহ-সভাপতি
  • মাল্টা অ্যাড্রিয়ান কাশা
  • মাল্টা লুডভিচো মিকালেফ
  • মাল্টা ম্যাথু প্যারিস[৩]
ওয়েবসাইটwww.mfa.com.mt

এই সংস্থাটি মাল্টার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মাল্টীয় প্রিমিয়ার লীগ, মাল্টীয় প্রথম বিভাগ, মাল্টীয় এফএ ট্রফি এবং মাল্টীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মাল্টা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বিয়র্ন ভাসায়ো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আঙ্গেলো চেতচুতি।

এমএফএ জাতীয় স্টেডিয়াম এবং শতবর্ষী স্টেডিয়ামের সকল কার্যক্রম পরিচালনা করে। এই কমপ্লেক্সটি তা` কালি ভিত্তিক একটি প্রশিক্ষণের ক্ষেত্র, যেখানে একটি জিমনেসিয়াম, একটি সুইমিং পুল এবং ফিজিওথেরাপি এবং মেডিকেল ক্লিনিক অন্তর্ভুক্ত। এই কমপ্লেক্সটি শীতের মাসগুলোতে বিদেশী ক্লাবগুলো ব্যবহার করে, কেননা সেসময় মাল্টিজ দ্বীপপুঞ্জে স্বাভাবিক তাপমাত্রা থাকে।

কর্মকর্তা সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি বিয়র্ন ভাসায়ো
সহ-সভাপতি অ্যাড্রিয়ান কাশা
লুডভিচো মিকালেফ
ম্যাথু প্যারিস
সাধারণ সম্পাদক আঙ্গেলো চেতচুতি
কোষাধ্যক্ষ ইভান মিজ্জি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক কেভিন আজ্জোপার্ডি
প্রযুক্তিগত পরিচালক দেভিজ মাঞ্জা
ফুটসাল সমন্বয়কারী মার্ক মারলো
জাতীয় দলের কোচ (পুরুষ) দেভিজ মাঞ্জা
জাতীয় দলের কোচ (নারী) মার্ক গাত
রেফারি সমন্বয়কারী চার্লস আগিয়াস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Vassallo elected President of the Malta Football Association"। Malta Football Association। ২০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৯ 
  3. "Malta FA top officials hold first meeting following 2019 AGM"। Malta Football Association। ২২ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯ 
  4. "What can Malta learn from Iceland's football success?"। timesofmalta.com। ২০১৩-১০-২৭। সংগ্রহের তারিখ ২০১৩-১১-১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা