মালাক্কা প্রণালী মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

মালাক্কা প্রণালী মসজিদ (মালয়: Masjid Selat Melaka বা মসজিদ সেলাত মালাক্কা) মালয়েশিয়ার মালাক্কার মানবসৃষ্ট মালাক্কা দ্বীপে অবস্থিত একটি মসজিদ[১] এই মসজিদটির নির্মাণ ব্যয় হয় প্রায় ১০ মিলিয়ন মালয়েশীয় রিংগিত।[২]

মালাক্কা প্রণালী মসজিদ
মসজিদ সেলাত মালাক্কা
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানমালাক্কা দ্বীপ, মালাক্কা শহর, মালাক্কা, মালয়েশিয়া
প্রশাসনমালাক্কা ইসলামিক কাউন্সিল
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামী, মালয়
প্রতিষ্ঠার তারিখ২৫ নভেম্বর ২০০৬

ইতিহাস সম্পাদনা

 
মসজিদের ভেতরের অংশ

২০০৬ সালের ২৪শে নভেম্বর তারিখে মালয়েশিয়ার তৎকালীন রাজা (ইয়াং দি-পার্তুয়ান আগোং) তুয়ানকু সৈয়দ সিরাজউদ্দিন সৈয়দ পুত্র জামাল্লালাইল এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ই মসজিদের উদ্বোধন করেছেন।

স্থাপত্য সম্পাদনা

মধ্যপ্রাচ্য এবং মালয় কারুশিল্পের মিশ্রণ ব্যবহার করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। পানির স্তর বেশি হলে মসজিদটিকে ভাসমান কাঠামোর মতো দেখায়। এই মসজিদে দুটি ছেদকৃত খিলান আছে, যেগুলো প্রধান প্রবেশপথের দিকে যাওয়ার রাস্তা নির্দেশ করে। খিলানের মাঝখানের জায়গাগুলো দাগযুক্ত কাচ দিয়া পূর্ণ। এই মসজিদে একটি ৩০ মিটার উচ্চ মিনার রয়েছে, যা বাতিঘর হিসেবেও ব্যবহৃত হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Masjid Selat Melaka, Masjid di Atas Laut Selat Melaka(ইংরেজী ভাষায়) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ সেপ্টেম্বর ২০১১ তারিখে
  2. "Masjid Selat Melaka – Sunset at the Melaka Strait Mosque"asmaliana.com (ইংরেজি ভাষায়)। ১ অক্টোবর ২০০৭। ২২ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  3. Leong, Ewe Paik (১ জুন ২০১৭)। "GO: Melaka Mosques"New Straits Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২০