মালহুন খাতুন (মৃত্যু: নভেম্বর ১৩২৩, অন্য নাম মাল খাতুন, মাল খাতুন, কামিরিয়া সুলতানা) ছিলেন প্রথম ওসমান এর স্ত্রী, অটোমান তুর্কিদের সাহায্যকারী ও রাজবংশের প্রতিষ্ঠাতা যিনি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে সাম্রাজ্যের শাসন করেছিলেন । তিনি উরহান গাজী ছাড়াও তিনি আরো ৬ সন্তানের জন্ম দেন।

মালহুন খাতুন
কামেরিয়া সুলতানা
মাল খাতুন
তুরস্কের এসকিহিরে মালহুন খাতুনের ভাস্কর্য
জন্মএপ্রিল১৩শ শতাব্দী
আনাতুলিয়া
মৃত্যুনভেম্বর ১৩২৩
সুগুত, আনাতোলিয়া
দাম্পত্য সঙ্গীপ্রথম উসমান
পিতাওমর বে[১] (বিতর্কিত)
শেখ এদেবালি (বিতর্কিত)
ওমর আবদুলাজীজ বে (বিতর্কিত)
ধর্মইসলাম

তথ্যসূত্র সম্পাদনা