মালয়ের বাঘ

বাঘের প্রজাতি

মালয় বাঘ (ইংরেজি: Malayan tiger), (বৈজ্ঞানিক নাম: Panthera tigris jacksoni) হচ্ছে বাঘের একটি উপপ্রজাতি যা মালয় উপদ্বীপ অঞ্চলে পাওয়া যায়। এটিকে ২০০৮ সালে আইউসিএন মহাবিপন্ন হিসেবে ঘোষণা করেছে, যেহেতু ২০০৩ সালের হিসাব অনুসারে ৪৯৩ থেকে ১৪৮০টি পূর্ণবয়স্ক বাঘ বর্তমানে টিকে আছে। এই উপপ্রজাতিটির মোট ২৫০টি পূর্ণবয়স্ক জন্মদানে সক্ষম বাঘ রয়েছে এবং এরা বিলুপ্তির প্রবণতায় আছে।[১] এই বাঘ মালয়েশিয়ার জাতীয় পশু।

Malayan Tiger
Panthera tigris jacksoni
Malayan Tiger in the water.
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী জগৎ
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: Carnivora
পরিবার: Felidae
গণ: Panthera
প্রজাতি: P. tigris
উপপ্রজাতি: P. t. malayensis
ত্রিপদী নাম
Panthera tigris malayensis
Luo et al., 2004
Range map

আকার সম্পাদনা

এই বাঘ আকারে বাংলার বাঘ বা সাইবেরিয়ার বাঘের চেয়ে ছোট হয়। পুরুষ দের ওজন ৯০-১৩০ কেজি আর, স্ত্রী দের ওজন হয় ৫০-১০০ কেজি।এই বাঘের স্ত্রীদের আকার ৭৬-৮৫ সে.মি.হয় আর পুরুষদের আকার ৮০-৯১ সে.মি.হয়।

খাদ্যাভাস সম্পাদনা

বিভিন্ন নিরামিষাসী প্রাণী। এই বাঘ মালয় তাপিরকেও শিকার করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kawanishi, K., Lynam, T. (২০০৮)। "Panthera tigris subsp. jacksoni"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন 

বহিসংযোগ সম্পাদনা