মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন

মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Marshall Islands Soccer Association; এছাড়াও সংক্ষেপে এমআইএসএ নামে পরিচিত) হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর মার্শাল দ্বীপপুঞ্জে অবস্থিত।

মার্শাল দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন
প্রতিষ্ঠিত১৯৭২; ৫২ বছর আগে (1972)
সদর দপ্তরমার্শাল দ্বীপপুঞ্জ
ফিফা অধিভুক্তিনেই

এই সংস্থাটি মার্শাল দ্বীপপুঞ্জের আঞ্চলিক লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ".: football for the Peoples :. - Marshall Islands"footforpeoples.ucoz.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২০