মার্শাল অ্যাশবি পার্স

মার্শাল অ্যাশবি পার্স (১৮৬৭ - ১৯৩৮) ছিলেন ১৯ ও ২০ শতকের মার্কিন চিকিৎসক। তিনি আটলান্টা, জর্জিয়ার বিশিষ্ট ছিলেন। [১]

মার্শাল অ্যাশবি পার্স
জন্ম১৮৬৭
মৃত্যু১৯৩৮ (বয়স ৭০ বা ৭১)
সমাধিখ্রিস্ট চার্চ এপিস্কোপাল কবরস্থান, সেন্ট। সিমন্স, জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাচিকিৎসক
দাম্পত্য সঙ্গীজোসেফাইন

জীবন এবং কর্মজীবন সম্পাদনা

পার্স ১৮৬৭ সালে জর্জিয়ার সাভানাতে ড্যানিয়েল গুগেল পার্স সিনিয়র এবং লরা অ্যাশবির কাছে জন্মগ্রহণ করেন, [২] তাদের সাত সন্তানের একজন। [৩]

তিনি ১৮৯০ সালে আটলান্টার এমরি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৮৯২ সালে নিউইয়র্কের কলম্বিয়া কলেজ থেকে স্নাতক হন। [৪] [৫]

তিনি জোসেফাইন আর্নেস্টকে বিয়ে করেন। [৬]

১৮৯৬ সালে, তিনি আটলান্টার সাউদার্ন মেডিকেল কলেজে রসায়নের অধ্যাপক হিসেবে ড. হ্যারিসের স্থলাভিষিক্ত হন। [৭]

মৃত্যু সম্পাদনা

পার্স ১৯৩৮ সালে ৭০ বা ৭১ বছর বয়সে মারা যান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Caduceus of Kappa Sigma, Volume 21। ১৯০৬। পৃষ্ঠা 760। 
  2. Georgia: Comprising Sketches of Counties, Towns, Events, Institutions, and Persons Arranged in Cyclopedic Form। State Historical Association। ১৯০৬। পৃষ্ঠা 136। 
  3. "Capt. D.G. Purse, of Savannah, Ends His Life with a Pistol"। The Brunswick News। ১৯০৮-০৮-০৭। পৃষ্ঠা 1। 
  4. Officers and Graduates of Columbia College। Columbia University। ১৮৯৪। পৃষ্ঠা 264। 
  5. American Medical Directory, Volume 7। ১৯২১। পৃষ্ঠা 351। 
  6. Avary, Myrta Lockett (১৯১৩)। Joel Chandler Harris and His Home: A Sketch। Appeal Publishing Company। 
  7. Journal of the American Medical Association, Volume 27American Medical Association। সেপ্টেম্বর ১৯, ১৮৯৬। পৃষ্ঠা 670।