মার্টিন কারপ্লাস
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
মার্টিন কারপ্লাস (ইংরেজি: Martin Karplus) (জন্ম:১৫ই মার্চ, ১৯৩০) একজন অস্ট্রীয় বনশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক রসায়নবিজ্ঞানী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের থিওডোর উইলিয়াম রিচার্ডস অধ্যাপক। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বিএ এবং ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৫৩ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন লিনাস পাউলিং।
মার্টিন কারপ্লাস | |
---|---|
![]() | |
জন্ম | ভিয়েনা, অস্ট্রিয়া[১] | ১৫ মার্চ ১৯৩০
নাগরিকত্ব | মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া[১] |
প্রতিষ্ঠান | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় and Université de Strasbourg[১] |
প্রাক্তন ছাত্র | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি[১] |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (২০১৩)[১] |