মারোয়াড়ি মুসলমান

(মারোয়াড়ী মুসলমান থেকে পুনর্নির্দেশিত)

মারোয়াড়ি মুসলমান হচ্ছে ভারতের রাজস্থান অঞ্চল হতে উদ্ভূত নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা ভারত এবং পাকিস্তানে বাস করে। তারা রাজস্থানী ভাষার উপভাষা মারোয়াড়ী ভাষায় কথা বলে যা ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর পশ্চিম দলের সদস্য। ১৯৪৭ সালে এই নৃগোষ্ঠীর বড় অংশ ভারত থেকে পাকিস্তানে অভিবাসী হয়ে করাচি এবং সিন্ধু প্রদেশে বসবাস শুরু করে। মারোয়াড়ী মুসলমানগণ শিল্প এবং মধ্যম শ্রেণীর ব্যবসার জন্য প্রসিদ্ধ। পাকিস্তানের অর্থনীতিতে মারোয়াড়ি মুসলমানগণের অবদান উল্লেখযোগ্য। ২০০১ সালের ভারতীয় আদমশুমারি অনুসারে,[১] রাজস্থানে ৪৭৮৮২২৭ জন মুসলমান বাস করেন যা সেখানকার মোট জনগোষ্ঠীর ৮.৪৭%। পাকিস্তানে প্রায় তিন লাখ মারোয়াড়ী মুসলমান বসবাস করে।

মারোয়াড়ি মুসলমান
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
ভারত • পাকিস্তান
ভাষা
মারোয়াড়িরাজস্থানি
ধর্ম
ইসলাম
সংশ্লিষ্ট জনগোষ্ঠী
মারোয়াড়িরাজস্থানি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indian Census 2001 – Religion"। ১২ মার্চ ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫