মারিয়াম আহমদ

মিশরীয় সমলয় সাঁতারু

মারিয়াম আহমদ (আরবি: مريم احمد; জন্ম: ৩০ আগস্ট ২০০৫) হলেন একজন মিশরীয় সমলয় সাঁতারু, যিনি মিশরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

মারিয়াম আহমদ
ব্যক্তিগত তথ্য
জন্ম (2005-08-30) ৩০ আগস্ট ২০০৫ (বয়স ১৯)[]
কায়রো, মিশর
ক্রীড়া
দেশমিশর
ক্রীড়াসাঁতার
ধরনসমলয় সাঁতার

আহমদ মিশরের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মারিয়াম আহমদ ২০০৫ সালের ৩০শে আগস্ট তারিখে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

সম্পাদনা

আহমদ মিশরের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফারিদা আব্দুল বারি, নাদিন বারসুম, আমিনা আল ফেকি, হানা হিকাল, সালমা মারাই, সুন্দুস মুহাম্মদ এবং নিহাল সাফানের সাথে মিশরের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[] তারা প্রতিযোগিতাটির টেকনিকাল রুটিনে ২৪২.৭৬৫১, ফ্রি রুটিনে ২৪৩.৯৮৯৬ এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে ২১৯.২২৬৭ পয়েন্ট অর্জন করেছিলেন, যার ফলে সর্বমোট ৭০৫.৯৮১৪ পয়েন্ট নিয়ে তারা ১০ম স্থান অধিকার করেছেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  2. "AHMED Mariam" [মারিয়াম আহমদ]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 
  3. "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা