মায়োত ফুটবল লিগ (ফরাসি: Ligue de Football de Mayotte; এছাড়াও সংক্ষেপে এলএফএম নামে পরিচিত) হচ্ছে মায়োতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা ওএফসির সদস্যপদ লাভ করতে পারেনি। এই সংস্থার সদর দপ্তর মায়োতে অবস্থিত।

মায়োত ফুটবল লিগ
প্রতিষ্ঠিত১৯৭৯; ৪৫ বছর আগে (1979)
সদর দপ্তরমায়োত
ওয়েবসাইটmayotte.fff.fr

এই সংস্থাটি মায়োতের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে মায়োত বিভাগ অনার এবং কু দ্য মায়োতের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Compétitions"মায়োত ফুটবল লিগ। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:মায়োতে ফুটবল টেমপ্লেট:মায়োত ফুটবল লিগ