মায়াবিনী তৈসা লেক

মায়াবিনী তৈসা লেক খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় ভাইবোনছড়ার কংচাইরি পাড়ায় একটি লেক পর্যটনকেন্দ্র ।[১] ৪০ একর জায়গা মাঝে ১৫ একর নিয়ে এই লেক অবস্থিত। [২]


বিবরণ সম্পাদনা

খাগড়াছড়ি সদর থেকে ১৮ কিলোমিটার দূরত্বে ভাইবোনছড়া বাজার থেকে ১০ মিনিট হেটে গেলে মায়াবিনী তৈসা লেক অবস্থিত। লেকটি মূলত তৈরী করেছেএকতা মৎস্য সমবায় সমিতি। ২৮ সদস্যের একতা মৎস্য সমবায় সমিতির উদোগে তৈরি হয়েছে এই বিনোদন কেন্দ্র।[৩]এই লেকের আশে পাশে সবুজ সমারোহ আরো আকর্ষণীয় করে তুলেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পর্যটকদের মায়া ছড়াচ্ছে 'মায়াবিনী'"জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩ 
  2. "শীতে মায়াবিনী লেক ভ্রমণ"সময়। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩ 
  3. "মাছচাষ প্রকল্পের 'মায়াবিনী লেক' টানছে পর্যটক"বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩