মায়াজ বিন আমর ছিলেন ইসলামের নবী মুহাম্মদের সহচর। তিনি এবং তাঁর ভাই মুয়াজ ইবনে আমর বদরের যুদ্ধে আবু জাহলকে আহত করেছিলেন।[১]

তিনি আমর ইবনুল জামুহের পুত্র, তবে গোপনে প্রথমে তিনিই ইসলাম গ্রহণ করেছিলেন। হিজরতের পূর্বে মুহাম্মদ মুসআব ইবনে উমাইরকে দাওয়াতি (অন্যকে ইসলামে যোগদানের আমন্ত্রণ জানাতে) কাজ করার জন্য নিযুক্ত করেছিলেন, যা তিনি দুর্দান্তভাবে করেছিলেন। পরিবর্তনের উত্তেজনা আমর বিন জামুহের পরিবারকেও ছাড়েনি। তাঁর তিন পুত্র, মায়াজ ইবনে আমর, মুয়াজ ইবনে আমর এবং খল্লাদ ইবনে আমর, সকলেই ইসলামের দলে প্রবেশ করেছিলেন। তাদের দীক্ষায়, এমনকি তাদের মা, আমরের স্ত্রী হিন্দও শাহাদাহ পাঠ করেছিলেন।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ghazali, Al (১৯ ডিসেম্বর ২০১৪)। Abdul Rahman bin Auf। PTS Litera Utama। আইএসবিএন 9789674081430 – Google Books-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা