মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়। এটি কুমিল্লা শিক্ষাবোর্ড দ্বারা পরিচালিত। [১][২][৩]
মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | স্কুল |
প্রতিষ্ঠাকাল | ২ ফেব্রুয়ারি ১৯৪৩ |
প্রতিষ্ঠাতা | ছাদিম আলী ভূঁইয়া |
বিদ্যালয় বোর্ড | কুমিল্লা শিক্ষা র্বোড |
বিদ্যালয় জেলা | কুমিল্লা জেলা |
লিঙ্গ | ছেলে ও মেয়ে |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ৩.৮৬ কাঠা |
ইতিহাস
সম্পাদনাঅবস্থান
সম্পাদনাকুমিল্লা জেলার চান্দিনা উপজেলা সদর হতে ২০ কিমি সোজা পশ্চিমে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া এলাকার শিক্ষানুরাগী মরহুম ছাদিম আলী ভূঁইয়া ১৯৪৩ইং সালের ২ ফেব্রুয়ারি বিদ্যালয়টি মাধাইয়া বাজারে প্রতিষ্ঠা করেন।[৪]
প্রতিষ্ঠা
সম্পাদনাব্রিটিশ সরকারের আমলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তৎসময়ে এলাকার নিরক্ষর লোকদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯৪৩ সালে ছাদিম আলী ভূঁইয়া নিজ নামে মাধাইয়া বাজারে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। [তথ্যসূত্র প্রয়োজন]
বিবরণ
সম্পাদনাবিদ্যালয়টির মোট সম্পত্তির পরিমাণ ৩.৮৬ কাঠা। এর মধ্যে ০.৬০ কাঠা জায়গার ওপর বিদ্যালয়ের ৩টি একাডেমিক ভবন রয়েছে। একটি ভবন দোতলা আর দুটি ভবন রয়েছে একতলা। ০.০৮ কাঠা জায়গার ওপর বিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবন। [তথ্যসূত্র প্রয়োজন] বাকি ০.৫৯ কাঠা জায়গায় রয়েছে বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের খেলাধুলার জন্য মাঠ। এছাড়াও একটি শহিদ মিনার রয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশে ছাত্রদের নামাজ পড়ার জন্য রয়েছে একটি সুন্দর মসজিদ। বিদ্যালয়ের পূর্বদিকে রয়েছে মাধাইয়া - নবাবপুর আঞ্চলিক সড়ক। উত্তর পাশ দিয়ে গেছে ঢাকা- চট্টগ্রাম বিশ্বরোড।[৫]
শিক্ষক-শিক্ষার্থী
সম্পাদনাবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের পাঠদানের জন্য রয়েছে দক্ষ ২৬ জন শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয়ের মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা ১৩০০ জন। কয়েক বছরে এস.এস.সি ও জে. এস.সি পরীক্ষার ফলাফল শতভাগ ছিলো।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "চান্দিনা উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬।
- ↑ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বিভাগ-শিক্ষা মন্ত্রণালয়। "মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা"। shed.portal.gov.bd তথ্য বাতায়ন। ২০১৯-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬।
- ↑ "ধাইয়া-বাজার-ছাদিম-উচ্চ-বিদ্যালয়-চান্দিনা-কুমিল্লায়-শুরু-ইয়েছে-শিক্ষকদের-মাল্টিমিডিয়া"। teachers.gov.bd/।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান"। Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬।
- ↑ "Madhaia Bazar Sadim High School"। Sohopathi | সহপাঠী (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৬।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |