মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া

মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত একটি আলিয়া মাদরাসা। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এটি একটি আলিম স্তরের মাদ্রাসা। প্রাচীন মাদ্রাসা হিসাবে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার অন্যতম মাদ্রাসা, যেখানে বহু মানুষ ইসলাম শিক্ষা গ্রহণ করেছে।

মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া
অবস্থান

বাংলাদেশ
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৮৩
বিদ্যালয় জেলাচট্টগ্রাম
বিদ্যালয় কোড৩৪৬১
প্রধান শিক্ষকমুহাম্মদ হাছান রেজভী
অনুষদ
  • বিজ্ঞান
  • মানবিক
  • বাণিজ্য


শিক্ষকমণ্ডলী২৯
শ্রেণীশিশু -আলিম
লিঙ্গছেলে ও মেয়ে
শিক্ষার্থী সংখ্যাপ্রায় ৪০০
রং     সাদা

অবস্থান সম্পাদনা

এটি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার অর্ন্তগত ভাটিয়ারীর বানুরবাজারে অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

১৯৮৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি সীতাকুন্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর (বানুর বাজার) গ্রামের জনবহুল এলাকায় অবস্থিত। মাদরাসাটি ২.৩৯ একর জায়গার উপর অবস্থিত। মাদরাসাটিতে তিনটি ভবন রয়েছে। মাদরাসাটি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন সৈয়্যদ মোহাম্মদ তৈয়্যব শাহ এবং পরবর্তীতে তিনি এটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ১৯৯০ সালে মাদরাসাটি দাখিল এবং ২০০২ সালে আলিমের কার্যক্রম চালুর অনুমতি পায়।[১]

তথ্যসূত্র সম্পাদনা