মাজদি সিদ্দিক
মাজদি আব্দুল্লাহ সিদ্দিক (আরবি: مجدي صديق, ইংরেজি: Majdi Siddiq; জন্ম: ৩ সেপ্টেম্বর ১৯৮৫; মাজদি সিদ্দিক নামে সুপরিচিত) হলেন একজন সৌদি-কাতারি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টার্স লিগের ক্লাব আল সাইলিয়াহের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
![]() ২০১২ সালে আল আরাবির হয়ে মাজদি | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাজদি আব্দুল্লাহ সিদ্দিক | ||
জন্ম | ৩ সেপ্টেম্বর ১৯৮৫ | ||
জন্ম স্থান | রিয়াদ, সৌদি আরব | ||
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল সাইলিয়াহ | ||
জার্সি নম্বর | ৫ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০২–২০০৩ | আল মারখিয়াহ | ||
২০০৩–২০০৮ | আল খুর | ৮০ | (৩) |
২০০৮–২০০৯ | আল রাইয়ান | ২৩ | (১) |
২০০৯–২০১১ | আল সাদ | ১৮ | (০) |
২০১১–২০১৩ | আল আরাবি | ২৮ | (১) |
২০১৩ | আল গারাফাহ | ৮ | (০) |
২০১৩– | আল সাইলিয়াহ | ১৮৬ | (৭) |
২০১৭ | → আল জাইশ (ধার) | ৭ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৪–২০১৫ | কাতার | ৫৯ | (৪) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:১৪, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:১৪, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাজদি ২০০৪ সালে কাতারের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; কাতারের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৯ ম্যাচে ৪টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবনসম্পাদনা
মাজদি আব্দুল্লাহ সিদ্দিক ১৯৮৫ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবলসম্পাদনা
২০০৪ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে, ১৮ বছর, ৫ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মাজদি বাহরাইনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে কাতারের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি কাতার ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩] কাতারের হয়ে অভিষেকের বছরে মাজদি সর্বমোট ২ ম্যাচে ১টি গোল করেছেন।
পরিসংখ্যানসম্পাদনা
আন্তর্জাতিকসম্পাদনা
- ২৪ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
কাতার | ২০০৪ | ২ | ১ |
২০০৫ | ৪ | ০ | |
২০০৬ | ৬ | ০ | |
২০০৭ | ১০ | ০ | |
২০০৮ | ১৪ | ১ | |
২০০৯ | ১১ | ১ | |
২০১০ | ৫ | ১ | |
২০১১ | ৩ | ০ | |
২০১২ | ৩ | ০ | |
২০১৫ | ১ | ০ | |
সর্বমোট | ৫৯ | ৪ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Al Sailiya"। QSL। ২৩ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- ↑ "الفريق الأول"। نادي السيلية الرياضي – نادي السيلية الرياضي (আরবি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০২০। ৮ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১৩ ফেব্রুয়ারি ২০০৪)। "Qatar vs. Bahrain"। National Football Teams। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- মাজদি সিদ্দিক – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- সকারওয়েতে মাজদি সিদ্দিক (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মাজদি সিদ্দিক (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে মাজদি সিদ্দিক (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে মাজদি সিদ্দিক (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে মাজদি সিদ্দিক (ইংরেজি)