মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল

মাইক্রোসফট সার্টিফিকেশন হলো মাইক্রসফট পণ্যের জন্য তথ্যপ্রযুক্তি পেশাদার সার্টিফিকেশন। এক বা একাধিক পরীক্ষায় পাসের পর প্রতিটি সার্টিফিকেট প্রদান করা হয়। ২০১৩ সালের ১ অক্টোবর মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট, মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস মাস্টার এবং মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স বিলুপ্ত হয়। পরীক্ষাসমূহ দুই বা তিন ঘণ্টা ধরে অনুষ্ঠিত হয় এবং ৪০ থেকে ৯০টি বহু-নির্বাচনী, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইত্যাদি নিয়ে পরীক্ষা হয়।

লোগো

বর্তমান সার্টিফিকেশন সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস অ্যাসোসিয়েট সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস অ্যাসোসিয়েট হলো উচ্চতর সার্টিফিকেশনের ভিত্তি এবং মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস এক্সপার্ট এর পূর্বশর্ত। এটি মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্টকে প্রতিস্থাপন করে।

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস এক্সপার্ট সম্পাদনা

এই সার্টিফিকেশন প্রতি তিন বছর পর পর নবায়ন করতে হয়। এটি ধীরে ধীরে মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনালকে প্রতিস্থাপন করবে।

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস ডেভেলপার সম্পাদনা

এই সার্টিফিকেশন প্রতি দুই বছর পর পর নবায়ন করতে হয়।

মাইক্রোসফট স্পেশালিস্ট সম্পাদনা

বিলুপ্ত সার্টিফিকেশন সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট হলো মাইক্রোসফট সার্টিফিকেশনের চূড়া। এই সার্টিফিকেট অর্জনের পূর্বে মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স সার্টিফিকেট অর্জন করতে হয়। যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড আর্কিটেক্ট সার্টিফিকেট প্রদান করা হয় :

  • মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার
  • উইন্ডোজ সার্ভার : ডিরেক্টরি
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট ২০১০

মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড সিস্টেমস ইঞ্জিনিয়ার সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনাল সম্পাদনা

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড আইটি প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হয় :

  • উইন্ডোজ ক্লায়েন্ট
  • উইন্ডোজ সার্ভার
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার
  • মাইক্রোসফট অফিস প্রজেক্ট সার্ভার
  • মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট
  • মাইক্রোসফট লিঙ্ক

মাইক্রোসফট সার্টিফায়েড সলিউশনস মাস্টার সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্ট সম্পাদনা

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড টেকনোলজি স্পেশালিস্ট সার্টিফিকেট প্রদান করা হয় :

  • এক্সচেঞ্জ সার্ভার
  • লিঙ্ক সার্ভার
  • প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট সার্ভার
  • শেয়ারপয়েন্ট অ্যান্ড শেয়ারপয়েন্ট সার্ভার
  • এসকিউএল সার্ভার
  • সিস্টেম সেন্টার
  • ভার্চুয়ালাইজেশন
  • ভিজুয়াল স্টুডিও
  • উইন্ডোজ ক্লায়েন্ট
  • উইন্ডোজ এমবেডেড
  • উইন্ডোজ সার্ভার

মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল ডেভেলপার সম্পাদনা

যেসব পণ্যে মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল ডেভেলপার সার্টিফিকেট প্রদান করা হয় :

  • মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ২০১০
  • মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও ২০০৮
  • মাইক্রোসফট শেয়ারপয়েন্ট সার্ভার ২০১০
  • মাইক্রোসফট এসকিউএল সার্ভার ২০০৮

মাইক্রোসফট সার্টিফায়েড মাস্টার্স সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর সম্পাদনা

মাইক্রোসফট সার্টিফায়েড ট্রেনার সম্পাদনা

তৃতীয় পক্ষ সার্টিফিকেসনস সম্পাদনা

মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট সম্পাদনা

মাইক্রোসফট টেকনোলজি অ্যাসোসিয়েট সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা