ভার্চুয়ালাইজেশন

বাংলা ভাষাতে এই শব্দটির প্রকৃত কোন ব্যবহার নেই। তথাপি একে একটি কম্পিউটার (Computer) ভিত্তিক শব্দ হিসেবে কল্পনায়ন (Virtualization) নামে ডাকতে পারি।

সম্পূর্ণ ভার্চুয়ালাইজেশনের লজিকাল ডায়াগ্রাম

Virtualization (কল্পনায়ন) একটি ধারণা বা পন্থা যার মাধ্যমে একটি পুর্নাংগ কম্পিউটারের এক বা একাধিক যন্ত্রাংশকে (Resources) ব্যবহার করে, সম্পূর্ণ আলাদা ও বর্ধিত পরিবেশে এক বা একাধিক কম্পিউটার চালনাকারী (Operating Systems) অথবা যন্ত্রাংশকে (peripherals) পরিচালনা করা যায়।