মাইকোলা খভিলভি

ইউক্রেনীয় লেখক ও কবি

মাইকোলা খভিলোভি (১৩ ডিসেম্বর ১৮৯৩ - ১৩ মে ১৯৩৩) ছিলেন ইউক্রেনীয় সাংস্কৃতিক পুনর্জাগরণের অন্তর্গত একজন ইউক্রেনীয় লেখক। তিনি ১৯১৬ সালে স্নাতক হন এবং ১৯১৯ সালে ইউক্রেনের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯২১ সালে তিনি খারকিভে চলে যান। ডিসেম্বর ১৯২৭ এবং মার্চ ১৯২৮ এর মধ্যে তিনি বার্লিন এবং ভিয়েনায় এবং কিছু সূত্র অনুসারে প্যারিসেও থাকতেন। ১৯২৮ সালে তিনি খারকিভ-এ "Literaturnyj Jarmarok" একটি পত্রিকা চালু করেন। ১৯৩৩ সালে তিনি খারকিভে আত্মহত্যা করেছিলেন।[]

মাইকোলা খভিলভি
জন্ম(১৮৯৩-১২-১৩)১৩ ডিসেম্বর ১৮৯৩
ট্রস্টিয়ানেটস, রুশ সাম্রাজ্য
মৃত্যু (1933-05-13) ১৩ মে ১৯৩৩ (বয়স ৯১)
খারকিভ, ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন
ছদ্মনামখভিলভি
পেশালেখক, কবি, নিরাপত্তা কর্মকর্তা
ভাষাইউক্রেনীয়
জাতীয়তাইউক্রেনীয়
সময়কাল১৯২১-১৯৩৩
ধরনছোট গল্প, পুস্তিকা
সাহিত্য আন্দোলনঅন্তর্মুদ্রাবাদ, সমাজতান্ত্রিক বাস্তববাদ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Artikel zu Khvylovy, Mykola in der Internet Encyclopedia of Ukraine (Canadian Institute of Ukrainian Studies/University of Toronto; englisch); abgerufen am 3. September 2016 (englisch)