মহিষাসুর মর্দিনী (দ্ব্যর্থতা নিরসন)
মহিষাসুর মর্দিনী শব্দটি সাধারণত মহিষাসুরকে দমনকারিণী অর্থে দেবী দুর্গাকে বোঝানো হয়।
- মহিষাসুর মর্দিনী, দেবী দুর্গার একটি নাম।
- মহিষাসুর মর্দিনী (চলচ্চিত্র), ১৯৫৯ সালের বিএস রাঙ্গা পরিচালিত প্রথম সর্ব ভারতীয় চলচ্চিত্র।
- মহিষাসুরমর্দিনী (বেতার অনুষ্ঠান), ১৯৩২ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত আকাশবাণী থেকে সম্প্রচারিত বাংলা ভাষার বিশেষ প্রভাতী বেতার অনুষ্ঠান।
- মহিষাসুরমর্দ্দিনী (২০২২-এর চলচ্চিত্র), রঞ্জন ঘোষ পরিচালিত বাংলা চলচ্চিত্র।