মহাসত্ত্ব হলেন মহান বোধিসত্ত্ব যিনি দীর্ঘদিন ধরে বৌদ্ধধর্ম অনুশীলন করেছেন এবং বোধোদয়ী পথে খুব উচ্চ স্তরে পৌঁছেছেন।[১] সাধারণত বোধিসত্ত্বদের বোঝায় যারা দশ ভূমির মধ্যে অন্তত সপ্তম স্থানে পৌঁছেছেন। মহাসত্ত্বকে দশি হিসেবেও ডাকা হয়।

সবচেয়ে বিখ্যাত আটজন মহাসত্ত্ব হলেন সামন্তভদ্র, মঞ্জুশ্রী, অবলোকিতেশ্বর, মহাস্থামপ্রাপ্ত, আকাশগর্ভ, ক্ষিতিগর্ভ, মৈত্রেয়সর্বনীবরণবিষ্কম্ভীন[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Buswell, Robert Jr; Lopez, Donald S. Jr., সম্পাদকগণ (২০১৩)। Princeton Dictionary of Buddhism.। Princeton, NJ: Princeton University Press। পৃষ্ঠা 508। আইএসবিএন 9780691157863