মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার

মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের মারাঠি চলচ্চিত্রের জন্য প্রদত্ত সম্মানজনক পুরস্কার। এটিকে মারাঠি ভাষার চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। ১৯৬২ সালে এই পুরস্কার প্রবর্তিত হয়। মহারাষ্ট্র সরকার প্রতি বছর মারাঠি চলচ্চিত্র শিল্পের সেরা প্রতিভাদের সম্মানার্থে ও তাদের উৎসাহ প্রদানকল্পে এই পুরস্কার প্রদান করে থাকে। ২০১৯ সালে ৫৬তম মহারাষ্ট্র চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জন বেইলি।[১][২]

মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার
মহারাষ্ট্রের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার
বিবরণমারাঠি চলচ্চিত্রে সেরা অবদানের জন্য
পৃষ্ঠপোষকমহারাষ্ট্র সরকার
অবস্থানভারত
প্রথম পুরস্কৃত১৯৬৩
সর্বশেষ পুরস্কৃত২০১৯

পুরস্কারসমূহ সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

  • শ্রেষ্ঠ চলচ্চিত্র
  • দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র
  • তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ গ্রামীণ চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ সামাজিক চলচ্চিত্র
  • শ্রেষ্ঠ নবাগত প্রযোজক

অভিনয়ের পুরস্কার সম্পাদনা

  • শ্রেষ্ঠ অভিনেতা
  • শ্রেষ্ঠ অভিনেত্রী
  • শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা
  • শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
  • শ্রেষ্ঠ নবাগত অভিনেতা
  • শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী
  • শ্রেষ্ঠ বিশেষ চরিত্রে অভিনেতা
  • শ্রেষ্ঠ বিশেষ চরিত্রে অভিনেত্রী
  • শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী
  • শ্রেষ্ঠ শিশু শিল্পী

পরিচালনা ও লেখনী সম্পাদনা

  • শ্রেষ্ঠ পরিচালক
  • দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক
  • তৃতীয় শ্রেষ্ঠ পরিচালক
  • শ্রেষ্ঠ গ্রামীণ চলচ্চিত্রের পরিচালক
  • শ্রেষ্ঠ সামাজিক চলচ্চিত্রের পরিচালক
  • শ্রেষ্ঠ নবাগত পরিচালক
  • শ্রেষ্ঠ কাহিনি
  • শ্রেষ্ঠ চিত্রনাট্য
  • শ্রেষ্ঠ সংলাপ

সঙ্গীতের পুরস্কার সম্পাদনা

  • শ্রেষ্ঠ গীতিকার
  • শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
  • শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী
  • শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী

কারিগরী পুরস্কার সম্পাদনা

  • শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক
  • শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
  • শ্রেষ্ঠ শব্দগ্রাহক
  • শ্রেষ্ঠ নৃত্য পরিচালক
  • শ্রেষ্ঠ রূপসজ্জা
  • শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাকারী

বিশেষ পুরস্কার সম্পাদনা

  • ভি. শান্তরাম আজীবন সম্মাননা পুরস্কার
  • ভি. শান্তরাম বিশেষ অবদানের পুরস্কার
  • রাজ কাপুর আজীবন সম্মাননা পুরস্কার
  • রাজ কাপুর বিশেষ অবদানের পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Academy President John Bailey will Attend Maharashtra State Film Awards 2019 as Chief Guest"নিউজ এইটিন। ১৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. দেশপাণ্ডে, অলক (১৪ মে ২০১৯)। "Oscar Academy chief to be part of Marathi film awards event"দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা