মহারাষ্ট্রে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

ভারতের মহারাষ্ট্রে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর অবস্থা

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ২০১৯-২০ করোনাভাইরাস বৈশ্বিক মহামারীটির প্রথম ঘটনাটি ৯ মার্চ ২০২০-তে নিশ্চিত হয়েছিল। ১২ এপ্রিল অনুসারে মহারাষ্ট্রে, ১৪৯টি মৃত্যু এবং ২১৭ সুস্থ হয়ে ওঠার ঘটনা সহ মোট আক্রান্তের নিশ্চিত ঘটনার সংখ্যা ১,৯৮২।

মহারাষ্ট্রে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী
Map of districts with confirmed cases (as of 8 April)
  ১০০+ নিশ্চিত ঘটনা
  ৫০–৯৯ নিশ্চিত ঘটনা
  ১০–৪৯ নিশ্চিত ঘটনা
  ১–৯ নিশ্চিত ঘটনা
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিSARS-CoV-2
স্থানমহারাষ্ট্র, ভারত
প্রথম সংক্রমণের ঘটনাপুনে
আগমনের তারিখ৯ মার্চ ২০২০
(৪ বছর, ৩ মাস, ২ সপ্তাহ ও ১ দিন)
নিশ্চিত আক্রান্ত১,৯৮২
সুস্থ২১৭
মৃত্যু
১৪৯
অঞ্চল
২৯ jela: Ahmednagar, Akola, Amravati, Aurangabad, Beed, Buldhana, Dhule, Gondia, Hingoli, Jalgaon, Jalna, Kolhapur, Latur, Mumbai City, Mumbai Suburban, Nagpur, Nashik, Osmanabad, Palghar, Pune, Raigad, Ratnagiri, Sangli, Satara, Sindhudurg, Solapur, Thane, Washim, Yavatmal
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
arogya.maharashtra.gov.in
Public Health Department, Maharashtra

রাজ্যের দুই তৃতীয়াংশেরও বেশি ঘটনা মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল (এমএমআর) এ পাওয়া গেছে। ভারত সরকার কর্তৃক চিহ্নিত মুম্বই ও পুনেতে ১০টি করোনভাইরাস হটস্পট রয়েছে।[১]

সময়রেখা

সম্পাদনা

এপ্রিল

সম্পাদনা
  • ১ এপ্রিল মুম্বাইয়ের ৩০ জন, পুনেতে ২ জন এবং বুলধনায় ১ জন ইতিবাচক পরীক্ষিত হয়ে সংক্রমণ ৩৩৫ এ গিয়ে পৌছেছে।[২] ধারাভিতে একজনসহ মোট ৪ জনের মৃত্যুর পর[৩] মুম্বাইয়ের ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬।[৪]
  • ২ এপ্রিল, মহারাষ্ট্রে ৮৮ টি সংক্রমণের নতুন ঘটনার পর আক্রান্তের মোট সংখ্যা ৪২৩ দাঁড়িয়েছিল। এর মধ্যে মুম্বাইয়ের ৫৪, এমএমআরের অন্যান্য অংশে ৯ জন পুনেতে ৮, পিম্পরি-চিন্চওয়াদে তিনঞ্জন, আহমেদনগরে ৯ জন, আওরঙ্গবাদে ২ জন এবং বুলধানা, সাতারা ও ওসমানাবাদে প্রতিটিতে ১ জন করে আক্রান্ত হয়েছে। মুম্বাইয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন।[৫]
  • ৩ এপ্রিল মুম্বাইয়ে ৪৩ টি, এমএমআরের আশেপাশের এলাকায় ১০ টি, পুনেতে ৯ টি, আহমেদনগরে ৩ টি, ওয়াশিম ও রত্নগিরির প্রত্যেকটিতে ১ টি আক্রান্তের ঘটনা নিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ টিতে। দিনের বেলা আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।[৬]
  • ৪ এপ্রিল মুম্বাইয়ের ১০১ টি, এমএমআরের আশেপাশের অঞ্চলে ২২ টি, পুনেতে ১২, লাতুরের ৮ টি, ওসমানাবাদে ২ টি, হিঙ্গোলি, নাগপুর এবং অমরাবতীতে প্রত্যেকে ১ টি আক্রান্তের ঘটনা নিয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫। মুম্বাইয়ে চারজন সহ এই দিনটিতে আরও ছয়জন মারা গিয়েছিল।[৭]
  • ৫ এপ্রিল, স্বাস্থ্য অধিদফতরের দ্বারা আরও ১৩ জন মৃত্যুর ঘোষণা করা হয়েছিল। মুম্বাইয়ে ৮, পুনেতে ৩, কল্যাণ-ডম্বিভলিতে ১ এবং আওরঙ্গবাদে ১ জন। এছাড়াও, ১১৩ টি নিশ্চিত সংক্রমণের ঘটনা পাওয়া গেছে, যাতে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮।[৮]
  • ৬ এপ্রিল, ভাসাই-ভিরারের এক নয় মাসের গর্ভবতী ৩০ বছর বয়সী মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে এই দিন ৭ টি মৃত্যুর ঘটনা সহ রাজ্যে মোট মৃতের সংখ্যা ৫০ পেরিয়ে গেল। এছাড়াও, রাজ্যজুড়ে ১২০ টি নতুন ইতিবাচক ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের বেশিরভাগই মুম্বইতে ৬৮ জনএবং পুনেতে ৪১ জন।[৯]
  • ৭ এপ্রিল ১৫০টি নতুন ঘটনা সহ ভারতের মধ্যে প্রথম মহারাষ্ট্রে, আক্রান্তের সংখ্যা ১০০০ জনের বেশি হল। একজনের বিদেশ ভ্রমণের ইতিহাস সহ এদিন মোট ১২ জনের মৃত্যু হয়েছে। নাগপুর, সাতারা এবং মীরা-ভাইন্দার এই তিন স্থানের প্রত্যেকটিতে প্রথম একজনের মৃত্যু হয় এবং মুম্বাই, পুনে ও কল্যাণে যথাক্রমে ৬ জন, ৩ জন ও ১জনের মৃত্যু হয়।[১০]
  • ৮ এপ্রিল, মহারাষ্ট্রে ১১৭ জনের ইতিবাচক পরীক্ষা হয়েছে এবং আরও ৮ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (মুম্বাইয়ে ৫ জন, পুনেতে ২ জন এবং কল্যাণে ১ জন)।[১১]
  • ৯ এপ্রিল, রাজ্যে আরও ২২৯ টি ঘটনা সামনে এসেছে এবং ২৫ জন মারা গিয়েছে। ২৫ জনের মৃতের মধ্যে ১৪ জন পুণে, মুম্বাইয়ে ৯ জন এবং মালেগাঁও ও রত্নগিরিতে প্রতি ১ জন । মুম্বাইয়ের এক ১০১ বছর বয়সী মহিলা এই রাজ্যের করোনাভাইরাসে মৃত সবচেয়ে বয়স্ক মানুষ।[১২]
  • ১০ এপ্রিল রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা ২১০টি নতুন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, এবং কেবল মুম্বাইয়ের মোট ঘটনার সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদিকে, দিনটিতে মুম্বাইয়ে ১০ জন এবং পুনে, ভাসাই-বিরর এবং পানভেল-এ প্রত্যেক স্থানে ১ জন করে মারা যাওয়ার খবর নিয়ে মোট ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার ফলে রাজ্যজুড়ে মৃত্যুর সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে।[১৩]
  • ১১ এপ্রিল, মহারাষ্ট্রে ১৭ জনের প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছিল, যার মধ্যে ১২ টি মুম্বাইয়ে, পুনে থেকে ২ টি এবং ধুলি, মালেগাঁও এবং সাতারা থেকে ১ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য জুড়ে ১৮ টি নতুন ইতিবাচক ঘটনা পাওয়া গেছে, যাতে আক্রান্তের মোট সংখ্যা ১,৭৬১ হয়ে গেছে।[১৪]

আরো দেখুন

সম্পাদনা

২০২০ ভারতে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "10 coronavirus hotspots in India"India Today। ৬ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  2. "Number of coronavirus cases in Maharashtra rises to 335"Livemint। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  3. "Asia's largest slum Dharavi reports first coronavirus casualty"Economic Times। ২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০ 
  4. "Coronavirus outbreak in India: 4 more deaths in Maharashtra, state toll reaches 16"India Today। ২ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০ 
  5. "With 88 new Covid-19 cases on Thursday, Maharashtra's tally reaches 423"India Today। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২০ 
  6. "With 67 new cases on Friday, number of coronavirus cases in Maharashtra jumps to 490"Livemint। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  7. "Covid-19: Maharashtra reports 145 cases, count up to 635"Livemint। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  8. "Coronavirus tally in Maharashtra reaches 748; Tamil Nadu 571, Uttar Pradesh 276"Zee News। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০ 
  9. "Maharashtra coronavirus tally mounts to 868 with 7 fresh deaths"Times of India। ৭ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০ 
  10. "Maharashtra becomes first Indian state to have more than 1,000 coronavirus cases"Livemint। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২০ 
  11. "Covid-19: Maharashtra count at 1,135"Livemint। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  12. "Maharashtra records 229 new COVID-19 cases, count 1,364; 25 deaths"New Indian Express। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২০ 
  13. "Coronavirus Deaths In Maharashtra Cross 100, Mumbai Has Over 1,000 Cases"NDTV। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০ 
  14. "Coronavirus | Maharashtra death toll climbs to 127"The Hindu। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০