মহাযোগ
মহাযোগ তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং মা ধর্মসম্প্রদায়ের নয়টি যানের অন্তর্তন্ত্রযান নামক শেষ তিনটি যানের প্রথম যান।
বিবরণ
সম্পাদনামহাযোগযান মূলতঃ সাধনা বা স্গ্রুব-স্দে (ওয়াইলি: sgrub sde) এবং তন্ত্র বা র্গ্যুদ স্দে (ওয়াইলি: rgyud sde) এই দুই ভাগে বিভক্ত। সাধনা বিভাগটি ব্লা-মা-দ্গোংস-পা-দুস-পা (ওয়াইলি: bla ma dgongs pa dus pa) এবং ব্দে-গ্শেগ্স-দুস-পা (ওয়াইলি: bde gshegs dus pa) এই দুই ভাগে বিভক্ত। অপরদিকে তন্ত্র বিভাগটি র্ত্সা-বার-গ্যুর-স্গ্যু-ফ্রুল-স্দে-ব্র্গ্যাদ ওয়াইলি: rtsa bar gyur sgyu 'phrul sde brgyad) এবং অষ্টাদশ তন্ত্র বা ব্শাদ-পা-দাং-চা-ম্থুন-গ্যি-র্গ্যুদ-স্দে-ব্চো-ব্র্গ্যাদ (ওয়াইলি: bshad pa dang cha mthun gyi rgyud tantra sde bco brgyad) এই দুই ভাগে বিভক্ত।
অষ্টাদশ তন্ত্র
সম্পাদনার্গ্যুদ-স্দে বা তন্ত্র বিভাগের অষ্টাদশ মহান তন্ত্র বা ব্শাদ-পা-দাং-চা-ম্থুন-গ্যি-র্গ্যুদ-স্দে-ব্চো-ব্র্গ্যাদ (ওয়াইলি: bshad pa dang cha mthun gyi rgyud tantra sde bco brgyad) মহাযোগযানের প্রধান তত্ত্ব। এই আঠারোটি তন্ত্রকে পাঁচটি মূল তন্ত্র বা র্ত্সা-বা-স্কু-গ্সুং-থুগ্স-য়োন-তান-ফ্রিন-লাস-ক্যি-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: rtsa ba sku gsung thugs yon tan phrin las kyi rgyud chen po lnga), পাঁচটি ব্যবহারিক তন্ত্র বা স্গ্রুব-পা-লাগ-লেন-দু-ব্স্তান-পা-রোল-পা-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: sgrub pa lag len du bstan pa rol pa' rgyud chen po lnga), পাঁচটি ক্রিয়াতন্ত্র বা স্প্যোদ-পা'ই-য়ান-লাগ-তু-'গ্রো-বা'ই-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: spyod pa'i yan lag tu 'gro ba'i rgyud chen po lnga) এবং দুইটি অতিরিক্ত তন্ত্র বা মা-ত্শাং-খা-ব্স্কোং-বা'ই-র্গ্যুদ-চেন-পো-গ্ন্যিস (ওয়াইলি: ma tshang kha bskong ba'i rgyud chen po gnyis) - এই ভাবে ভাগ করা হয়। গুহ্যগর্ভতন্ত্রের স্থান এই সতেরোটি তন্ত্রের পূর্বে এবং এই তন্ত্র বাকি তন্ত্রগুলির মধ্যে সংযোগ স্থাপন করে। আঠারোটি তন্ত্রের তালিকাটি নিম্নরূপ[১]-
- গুহ্যগর্ভতন্ত্র
- র্ত্সা-বা-স্কু-গ্সুং-থুগ্স-য়োন-তান-ফ্রিন-লাস-ক্যি-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: rtsa ba sku gsung thugs yon tan phrin las kyi rgyud chen po lnga)
- সাংস-র্গ্যাস-ম্ন্যাম-স্ব্যোর-গ্যি-র্ত্সা-বা-ম্খা'-'গ্রো-মা-ব্দে-ম্চোগ-র্ত্সা-বা'ই-র্গ্যুদ (ওয়াইলি: Sangs rgyas mnyam sbyor gyi rtsa ba mkha' 'gro ma bde mchog rtsa ba'i rgyud)
- দ্পাল-জ্লা-গ্সাং-থিগ-লে-র্ত্সা-বা'ই-র্গ্যুদ (ওয়াইলি: dPal Zla gsang thig le rtsa ba'i rgyud)
- দ্পাল-গ্সাং-বা-'দুস-পা (ওয়াইলি: dPal gSang ba 'dus pa)
- দ্পাল-ম্চোগ-দাং-পো (ওয়াইলি: dPal mchog dang po)
- কার-মা-মা-লে (ওয়াইলি: Kar ma ma le)
- স্গ্রুব-পা-লাগ-লেন-দু-ব্স্তান-পা-রোল-পা-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: sgrub pa lag len du bstan pa rol pa' rgyud chen po lnga)
- হে-রু-কা-রোল-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: He ru ka rol pa'i rgyud)
- র্তা-ম্চোগ-রোল-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: rTa mchog rol pa'i rgyud)
- স্ন্যিং-র্জে-রোল-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: sNying rje rol pa'i rgyud)
- ব্দুদ-র্ত্সি-রোল-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: bDud rtsi rol pa'i rgyud)
- ব্যিত-তো-তা-মা-রোল-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: Byit to ta ma rol pa'i rgyud)
- স্প্যোদ-পা'ই-য়ান-লাগ-তু-'গ্রো-বা'ই-র্গ্যুদ-চেন-পো-ল্ঙ্গা (ওয়াইলি: spyod pa'i yan lag tu 'gro ba'i rgyud chen po lnga)
- গো-ফাং-দ্বাং-গিস-ব্গ্রোদ-পা-রি-বো-ব্র্ত্সেগ্স-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: Go 'phang dbang gis bgrod pa ri bo brtsegs pa'i rgyud)
- লা-স্প্যোদ-পাস-দোর-বা-র্ঙ্গাম-পা-গ্লোগ-গি-'খোর-লো'ই-র্গ্যুদ (ওয়াইলি: La spyod pas dor ba rngam pa glog gi 'khor lo'i rgyud)
- গ্ঝি-দাম-ত্শিগ্স-গিস-ব্ঝুং-বা-ব্কোদ-পা-র্গ্যাল-পো'ই-র্গ্যুদ (ওয়াইলি: gZhi dam tshigs gis bzung ba bkod pa rgyal po'i rgyud)
- ন্যাম্স-সু-তিং-দ্জিন-গ্যিস-ব্লাংস-পা-র্ত্সে-গ্চিগ-ব্স্দুস-পা'ই-র্গ্যুদ (ওয়াইলি: Nyams su ting 'dzin gyis blangs pa rtse gcig bsdus pa'i rgyud)
- 'ফাং-ল্তা-বাস-ব্চাদ-পা-গ্লাং-পো-রাব-'বোগ-গি-র্গ্যুদ (ওয়াইলি: 'Phang lta bas bcad pa glang po rab 'bog gi rgyud)
- মা-ত্শাং-খা-ব্স্কোং-বা'ই-র্গ্যুদ-চেন-পো-গ্ন্যিস (ওয়াইলি: ma tshang kha bskong ba'i rgyud chen po gnyis)
অষ্ট হেরুকা
সম্পাদনার্ন্যিং মা মহাযোগযানে আট জন হেরুকা বা ক্রুদ্ধ বোধিসত্ত্বের উল্লেখ রয়েছে। এই আট জন হেরুকার সাধনা পদ্মসম্ভব নিম্নে তালিকাভুক্ত আট জন বিদ্যাধরের নিকট হতে লাভ করেন। নিম্নে আটজন বোধিসত্ত্বের ক্রুদ্ধ রূপ হিসেবে আটজন হেরুকার তালিকা দেওয়া হল।
হেরুকা বা ক্রুদ্ধ বোধিসত্ত্ব | তিব্বতী | ওয়াইলি | বোধিসত্ত্ব | বিদ্যাধর |
---|---|---|---|---|
যমান্তক | 'জাম-দ্পাল-স্কু | ’jam dpal sku | মঞ্জুশ্রী | মঞ্জুশ্রীমিত্র |
হয়গ্রীব | পাদ-মা-গ্সুং | pad ma gsung | অবলোকিতেশ্বর | নাগার্জুন |
বিশুদ্ধ | য়াং-দাগ-থুগ্স | yang dag thugs | বজ্রপাণি | বজ্রহুঙ্কার |
বজ্রমিত্র | ব্দুদ-র্ত্সি-য়োন-তান | bdud rtsi yon tan | সামন্তভদ্র | বিমলমিত্র |
বজ্রকীলয় | ফুর-বা-'ফ্রিন-লাস | phur ba ‘phrin las | বজ্রসত্ত্ব | প্রভাহস্তী |
মতরাহ | মা-মো-র্বোদ-গ্তোং | ma mo rbod gtong | আকাশগর্ভ | ধনসংস্কৃতি |
লোকস্তোত্রপূজানাথ | 'জিগ-র্তেন-ম্ছোদ-ব্স্তোদ | ’jig rten mchod bstod | ক্ষিতিগর্ভ | শিন্তমগর্ভ |
বজ্রমন্ত্রভীরু | মোদ-পা-দ্রাগ-স্ঙ্গাগ্স | mod pa drag sngags | মৈত্রেয় | গুহ্যচন্দ্র |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ringu Tulku & Ann Helm, The Ri-Me Philosophy of Jamgon Kongtrul the Great: A Study of the Buddhist Lineages of Tibet, pg. 75, Shambhala Publications, Boston:2006
আরো পড়ুন
সম্পাদনা- Mahā-yoga Tantra-s in the Collected Tantra-s of the Ancients
- Ray, Reginald A. (2002). Indestructibe Truth: The Living Spirituality of Tibetan Buddhism - The World of Tibetan Buddhism Volume One. Boston, Massachusetts, U.S.A.: Shambala Publications, Inc. আইএসবিএন ১-৫৭০৬২-৯১০-২.