মহাপদ্ম নন্দ

নন্দ রাজবংশের প্রথম রাজা ছিলেন

মহাপদ্ম নন্দ (সংস্কৃত: महापद्म नन्द) নন্দ রাজবংশের প্রথম রাজা ছিলেন যিনি ৩৪৫ খ্রিস্টপূর্বাব্দ[] থেকে ৩২৯ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত মগধ রাজত্ব করেন।

মহাপদ্ম নন্দের রাজ মুদ্রা

রাজত্বকাল

সম্পাদনা

মৎসপুরাণ মতে মহাপদ্মনন্দ মোট ৮৮ বছর রাজত্ব করেন। যদিও বায়ুপুরাণ অনুযায়ী, তিনি ২৮ বছর রাজত্ব করেন। বৌদ্ধ গ্রন্থ ‘দীপবংশ’ এবং ‘মহাবংশ’ অনুযায়ী মহাপদ্ম নন্দ এবং তাঁর উত্তরাধিকারীরা মোট ২২ বছর রাজত্ব করেন। তাঁর দেহাবসান হয় আনুমানিক ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে।[]

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

মহাপদ্ম নন্দ শিশুনাগ রাজবংশের শেষ রাজা মহানন্দিনের শূদ্র গর্ভজাত পুত্র ছিলেন।[][] তিনি মহানন্দিন ও তার অন্যান্য পত্নীদের সকল পুত্রদের হত্যা করে মগধের সিংহাসন অধিকার করে নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেন।[][] মগধের সিংহাসন লাভ করে উত্তর ভারতের প্রাচীন রাজবংশগুলিকে ধ্বংস করে একছত্র সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেন। তিনি পাঞ্চাল, কাশী, হৈহেয়, অস্মক, কুরু, সুরসেন, বিতিহোত্র, বিদেহকলিঙ্গ রাজ্যের কিয়দংশ[] অধিকার করেন। বিন্ধ্য পর্বতশ্রেণীর দক্ষিণেও তার রাজত্ব বিস্তৃত হয়। বৌদ্ধ গ্রন্থ ‘মহাবোধিবংশ’ অনুযায়ী উগ্রসেন বা মহাপদ্ম নন্দের পর তাঁর আট ভাই পরপর মগধের সিংহাসনে বসেন। তাঁদের নামগুলি যথাক্রমে পণ্ডুক, পণ্ডগতি, ভূতপাল, রাষ্ট্রপাল, গোবিষাণক, দশসিদ্ধক, কৈবর্ত এবং ধন।[] পুরাণ অনুযায়ী এরা ছিলেন মহাপদ্মনন্দের পুত্র।

কৃতিত্ব

সম্পাদনা

পুরাণ মতে মহাপদ্ম নন্দ ছিলেন হীন বংশজাত। তাঁকে অনেক জায়গায় ক্ষৌরকার বলে বর্ণনা করা হয়েছে। যদিও তিনি প্রভূত ক্ষমতার অধিকারী হয়েছিলেন। পুরাণে তাঁকে ’দ্বিতীয় পরশুরাম’, ‘সর্বক্ষত্রান্তক’ প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে। গ্রিকরা মহাপদ্ম নন্দকে ‘Agrammes’ বলে উল্লেখ করেছেন। ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলের ওপর নন্দ বংশের শাসন কায়েম হয়েছিল। বিশিষ্ট ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলেছেন, “Mahapadma is the first great historical emperor of Northern India.”[] নীচকুলোদ্ভব মহাপদ্মের রাজনৈতিক ক্ষমতা দখলকে অনেক গবেষকেরা শাসনব্যবস্থায় চিরাচরিত ক্ষত্রিয় প্রাধান্যের সমাপ্তি হিসেবে বর্ণনা করেছেন। ড. রাধাকুমুদ মুখার্জি এ প্রসঙ্গে বলেছেন,

The 6th and 5th century B.C. hold out strange phenomena before us—Khatriya chief founding popular religious sects which menaced the Vedic religion and Sudra leaders establishing a big empire in Aryavarta in the ruins of Khatriya kingdoms.

অনেক ঐতিহাসিক মনে করেন চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সাম্রাজ্যিক আদর্শের ওপর ভিত্তি করে মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Raychaudhuri, H.C. (১৯৭২)। Political History of Ancient India। Calcutta: University of Calcutta। 
  2. শাশ্বতী দাস, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারত, আইএসবিএন: 978-93-80036-45-8, পৃষ্ঠা- ১৯৪
  3. Nanda Dynasty – MSN Encarta। ২০০৯-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-২৬ 
  4. Vincent A. Smith (১ জানুয়ারি ১৯৯৯)। The Early History of India। Atlantic Publishers & Dist। পৃষ্ঠা 39–। আইএসবিএন 978-81-7156-618-1। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৩ 
  5. Vincent A. Smith; A. V. Williams Jackson (৩০ নভেম্বর ২০০৮)। History of India, in Nine Volumes: Vol. II - From the Sixth Century B.C. to the Mohammedan Conquest, Including the Invasion of Alexander the Great। Cosimo, Inc.। পৃষ্ঠা 37–। আইএসবিএন 978-1-60520-492-5। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৩ 
  6. Raychaudhuri, H. C.; Mukherjee, B. N. (1996). Political History of Ancient India: From the Accession of Parikshit to the Extinction of the Gupta Dynasty. Oxford University Press.
  7. দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, ভারত ইতিহাসের সন্ধানে, পৃষ্ঠা- ২০৯
  8. Dr R.C. Majumdar, The Age of Imperial Unity, page- 33
মহাপদ্ম নন্দ
পূর্বসূরী
শিশুনাগ রাজবংশ
মগধের রাজা উত্তরসূরী
ধননন্দ