মরুধূলিকা (রঙ)

(মরুলি থেকে পুনর্নির্দেশিত)

মরুধূলিকা বা মরুবালুকা হলো অতি হালকা ও অতি অল্পরকম লালচে হলুদ রঙের একটি রকমফের যা মরুভূমিতে থাকা ধূলিকণা বা বালুকণার রঙের প্রতিনিধিত্ব করে। এটিকে বেজ রঙের গূঢ় আভা বলেও অভিহিত করা হয়ে থাকে।

মরুবালুকা
 
About these coordinates     রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#EDC9AF
sRGBB  (rgb)(237, 201, 175)
CMYKH   (c, m, y, k)(0, 15, 26, 7)
HSV       (h, s, v)(25°, 26%, 93%)
উৎসCrayola
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

গোলাপকাঠ রঙের পাশাপাশি মোটর রঙ করার জন্য মরুবালুকা রঙটিও ব্যবহৃত হতো।

১৯৯৮ সালে ক্রেয়লা ক্রেয়নে মরুবালুকা রঙটি অন্তর্ভুক্ত হয়।[১][২]

Namibian sand dune
নামিবীয় বালিয়াড়ি
আমেরিকান টেলিফোন ও টেলিগ্রাফ কোম্পানির একটি "বেজ" টেলিফোন

১৯৬০ এর দশকে আমেরিকান টেলিফোন ও টেলিগ্রাফ কোম্পানি অফিস-কার্যালয় ও বাসাবাড়ির জন্য মরুবালুকা বা মরুধূলিকা রঙের টেলিফোন বাজারজাত করে। তবে তারা এটিকে বেজ রঙে বলে উল্লেখ করেছিলো। এটা খুবই সাধারণ যে অনেকেই মরুবালুকাকে বেজ রঙ বলে ডেকে থাকেন।

মরুবালুকা রঙের ছয়টি রকমফের সম্পাদনা

বালুকা বাদামি সম্পাদনা

বালুকা বাদামি
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#F4A460
sRGBB  (rgb)(244, 164, 96)
CMYKH   (c, m, y, k)(0, 33, 61, 4)
HSV       (h, s, v)(28°, 61%, 96[৩]%)
উৎসX11
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ডানপাশে বা উপরে প্রদর্শিত ওয়েব রঙটি হলো ধূলিবাদামি বা বালুকা বাদামি

এর নাম থেকেই বুঝা যায় যে এটি একপ্রকার বাদামি রঙ যা আবার ধূলিকণা বা বালুকণার রঙের সদৃশ।

ভূহলুদ সম্পাদনা

ভূহলুদ
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#E1A95F
sRGBB  (rgb)(225, 169, 95)
CMYKH   (c, m, y, k)(0, 25, 58, 12)
HSV       (h, s, v)(34°, 58%, 88[৪]%)
উৎসInternet
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ডানপাশে বা উপরে প্রদর্শিত হলদে ঘরানার রঙটি হলো ভূহলুদ বা আর্থ ইয়োলো (earth yellow)।

ভূহলুদ হলো ইউনাইটেড স্টেটস আর্মির বারোটি ছদ্মবেশমূলক (ক্যামোফ্লাজ) রঙের একটি।[৫][৬]

বালুকা সম্পাদনা

বালুকা
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#C2B280
sRGBB  (rgb)(194, 178, 128)
CMYKH   (c, m, y, k)(0, 8, 34, 24)
HSV       (h, s, v)(45°, 34%, 76[৭]%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ধূলিকা বা বালুকা হলো সৈকতে থাকা বালুর রঙের উপস্থাপন। ইংরেজিতে এর অন্য আরেকটি নাম হলো বীচ (সৈকত)[৮] যা ১৯২৩ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।[৯]

ইংরেজিতে রঙের নাম হিসেবে বালুকা তথা স্যান্ড (sand) শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৬২৭ সালে।[১০]

 
বালুকাময় সৈকত

মরু সম্পাদনা

মরু
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#C19A6B
sRGBB  (rgb)(193, 154, 107)
CMYKH   (c, m, y, k)(0, 20, 45, 24)
HSV       (h, s, v)(33°, 45%, 76%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

মরু হচ্ছে এমন একটি হালকা হলুদাভ বাদামী রঙ যা মরুভূমির সমতল জায়গাগুলোর রঙের প্রতিনিধিত্ব করে।

ইংরেজিতে রঙের নাম হিসেবে মরু (ডেজার্ট) শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৯২০ সালে।[১১]

বালিয়াড়ি (ম্যাটমেটে বাদামী) সম্পাদনা

বালিয়াড়ি
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#967117
sRGBB  (rgb)(150, 113, 23)
CMYKH   (c, m, y, k)(0, 24, 85, 41)
HSV       (h, s, v)(43°, 85%, 59%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

বালিয়াড়ি হলো একটি রঙ বিশেষ যা মূলত কালচে রঙের বালি তথা বালিয়াড়ির রঙের উপস্থাপন।

এর অন্য দুটি নাম ম্যাটম্যাটে বাদামী বা ড্র্যাব এবং মোড বেজ বা বেজরাগিণী [১২] ব্যবহৃত হয়ে আসছে ১৬৮৬[১৩] এবং ১৯২৮ সাল থেকে।[১৪]

ইংরেজিতে রঙের নাম হিসেবে বালিয়াড়ি (sand dune) শব্দটির রেকর্ডকৃত প্রথম ব্যবহার হয় ১৯২৫ সালে।[১৫]

মাঠবাদামী সম্পাদনা

মাঠবাদামী
 
      রঙের স্থানাঙ্ক
হেক্স ট্রিপলেট#6C541E
sRGBB  (rgb)(108, 84, 30)
CMYKH   (c, m, y, k)(0, 22, 72, 57)
HSV       (h, s, v)(42°, 72%, 42[১৬]%)
উৎসISCC-NBS
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক
H: [০-১০০] (শত)-এ নিয়মমাফিক

ডানপাশে বা উপরে প্রদর্শিত ম্যাটম্যাটে বাদামি রঙটি হলো মাঠবাদামী। ইংরেজিতে এটি ফিল্ড ড্র্যাব (field drab) নামে পরিচিত।

ইউনাইটেড স্টেটস আর্মির বারোটি অফিসিয়াল ছদ্মবেশমূলক (ক্যামোফ্লাজ) রঙের মধ্যে একটি হলো মাঠবাদামী বা ফিল্ড ড্র্যাব।[৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Crayola crayon chronology:
  2. Current Crayola crayon colors:
  3. web.forret.com Color Conversion Tool set to hex code of color #F4A460 (Sandy Brown):
  4. web.forret.com Color Conversion Tool set to hex code of color #E1A95F (Earth Yellow):
  5. Color, marking, and camouflage pattern painting for armament command equipment, United States Department of the Army, ১৯৮৮ 
  6. The 12 official MERDC camouflage colors (color samples shown):
  7. web.forret.com Color Conversion Tool set to hex code of color #C2B280 (Sand):
  8. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 48
  9. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 190
  10. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 203; Color Sample of Sand: Page 49 Plate 13 Color Sample B2
  11. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 203; Color Sample of Desert: Page 47 Plate 12 Color Sample I7
  12. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 50
  13. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 194
  14. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 199
  15. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 204; Color Sample of Sand Dune: Page 47 Plate 14 Color Sample B5
  16. web.forret.com Color Conversion Tool set to hex code of color #6C541E (Field Drab):