মরুভাস্কর

কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ

মরুভাস্কর কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। হজরত মোহাম্মদ সঃ এর জীবনী নিয়ে চারটি সর্গে ১৮ টি খণ্ড-কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থ। [১]

মরুভাস্কর
লেখককাজী নজরুল ইসলাম
ভাষাবাংলা
ধরনকাব্যগ্রন্থ
মিডিয়া ধরনমুদ্রণ

কবিতার তালিকা

সম্পাদনা

প্রথম সর্গ

সম্পাদনা
  • অবতরণিকা
  • অনাগত
  • অভ্যূদয়
  • স্বপ্ন
  • আলো-আঁধারি
  • দাদা
  • পরভৃত

দ্বিতীয় সর্গ

সম্পাদনা
  • শৈশব-লীলা
  • প্রত্যাবর্তন
  • “সাক্কুস সাদ্‌র” (হৃদয় উন্মোচন)
  • সর্বহারা

তৃতীয় সর্গ

সম্পাদনা
  • কৈশোর
  • সত্যাগ্রহী মোহাম্মদ

চতুর্থ সর্গ

সম্পাদনা
  • শাদী মোবারক
  • খদিজা
  • সম্প্রদান
  • নও কাবা
  • সাম্যবাদী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আবদুল কাদির সম্পাদিত বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত নজরুল রচনাবলী নতুন সংস্করণ থেকে