মরিয়ম শাকিলা
মরিয়ম শাকিলা হচ্ছেন একজন মালদিভিয়ান চিকিৎসক, ব্যবসায়ী, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রী এবং পরিবেশ ও শক্তি মন্ত্রী।[১]
কর্মজীবন
সম্পাদনামরিয়ম শাকিলা ২০১২ সালের মে মাসে রাষ্ট্রপতি মোহাম্মদ ওয়াহিদ হাসান কর্তৃক পরিবেশ ও শক্তি মন্ত্রী নিযুক্ত হন।[২] ২০১৩ সালে যখন তিনি মালদ্বীপের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ডের সঙ্গে তিনি একটি ছোটখাটো কূটনৈতিক দ্বন্দ্বে জড়ান যখন তিনি নিউইয়র্কে কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের বাইরে মালদ্বীপের বিদ্রোহিদের সাথে জন বায়ার্ডের মিলিত হওয়ার একটি ছবি তুলেছিলেন। জন বায়ার্ড মালদ্বীপের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট থাকায় শাকিলা তাকে অভিযুক্ত করেন।[২]
সমালোচনা
সম্পাদনাতিনি স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকাকালে হাসপাতালে একজন সৈনিকের মৃত্যু, এইচআইভি পজিটিভ রক্তের সংক্রমন এবং একজন সিজারের রোগীকে চিকিৎসায় বাধা দেওয়া সহ কতগুলো কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। এই কেলেঙ্কারীতে তার পদত্যাগের আহ্বান করা হয়। তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে তাকে অপসারণের কারণ ছিল মালদ্বীপের স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের দ্বারা ষড়যন্ত্র। তিনি একাধিক মৃত্যুর হুমকি প্রাপ্তির রিপোর্ট করেছিলেন।[৩]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতিনি সিমডি গ্রুপ অব কোম্পানির শেয়ারহোল্ডার এবং এটির প্রধান নির্বাহী কর্মকর্তা।[৪] তিনি কবিতার একটি বই লিখেছিলেন যেটির নাম ছিল "হোপ ব্যায়ন্ড শ্যাডো অফ পেইন"।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Indian school teacher raped in Maldives"। The Times of India। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ ক খ "PPM MPs to hold secret vote on health minister reappointment"। minivannewsarchive.com। Minivan News। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ "Dr Shakeela alleges conspiracy to drive her from office"। minivannewsarchive.com। Minivan News। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ Bak, Randall (১৭ ফেব্রুয়ারি ২০১৭)। "Dr Mariyam Shakeela"। Curtin Business School। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।
- ↑ Shakeela, Mariyam (১২ এপ্রিল ২০১৬)। "Hope Beyond Shadows of Pain" (English ভাষায়)। Xlibris US। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৭।টেমপ্লেট:Self-published inline