মরম তৃষ্ণা (ইংরেজি: Maram Trishna) ১৯৬৮ সাল ৫ জানুয়ারির দিন মুক্তি পাওয়া একটি সাদাকালো অসমীয়া চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছিলেন আব্দুল মজিদ। সঙ্গীত বিবেকানন্দ ভট্টাচার্যের। গান লিখেছিলেন নীহারেন্দ্র ভট্টাচার্য এবং ইউসুফ হাজারিকাই। অভিনয়ে ছিল দীনেশ দাস, রোহিনী বরুয়া, তারা, রেখা বরা ইত্যাদি।[১][২] অভিনেতা দিনেশ দাসের এটি প্রথম ছবি ছিল।[৩]

মরম তৃষ্ণা
Maram Trishna
পরিচালকআব্দুল মজিদ
শ্রেষ্ঠাংশেরোহিনী বরুয়া
তারা
সুরকারবিবেকানন্দ ভট্টাচার্য
মুক্তি১৯৬৮
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

গীত সম্পাদনা

ক্রমিক নং গানের শীর্ষক গীতিকার কণ্ঠ
নীলিম গগন ঢৌবাই রং বিরঙর মেঘালীয়ে নীহারেন্দ্র ভট্টাচার্য পারভিন সুলতানা
অ' বতাহ বলিছে ঝিরঝিরিয়া, মোর মনহে মুকলিমুরীয়া নীহারেন্দ্র ভট্টাচার্য খগেন মহন্ত,পারভিন সুলতানা
সপোন রঙীন পলাশ বনত ফুলিলে রজনীগন্ধা ইউসুফ হাজারিকা পারভিন সুলতানা
অরুন্ধতী অপরূপা তুমি এপলক রৈ যোবা ইউসুফ হাজারিকা শ্যামল মিত্র
দিগদারী দিগদারী মহা দিগদারী, গাড়ীত চাকরি করা মহা দিগদারী নীহারেন্দ্র ভট্টাচার্য খগেন মহন্ত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Maram Trishna (1968) – Assamese Film"। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 
  2. Babul Das (১৯৮৫)। Asomiya Bolchabir Geetor Sankalan। Bani Prakash, Dibrugar। পৃষ্ঠা 113। 
  3. "Dinesh Das"। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

  1. ইউটিউবে মরম তৃষ্ণার গান, কণ্ঠ খগেন মহন্ত
  2. ইউটিউবে মরম তৃষ্ণার গান, কণ্ঠ পারভিন সুলতানা