খগেন মহন্ত

ভারতীয় গায়ক

খগেন মহন্ত (ইংরেজি: Khagen Mahanta) ভারতের অসম রাজ্যের সুরকার, গীতকার ও গায়ক। অসমের সংস্কৃতি বিহুগানে তিনি নিপুন হওয়ার জন্য খগেন মহন্তকে বিহু সম্রাট আখ্যা দেওয়া হয়েছে।'[২] স্নাতক ডিগ্রী গ্রহণ করার পর তিনি সঙ্গীতের জগতে প্রবেশ করেছিলেন। তিনি ফিল্ম ক্রাফ্‌ট এয়ার্ড, সঙ্গীত নাটক একাডেমী বটা, সঙ্গীতাচার্য বটা ইত্যাদি পুরস্কার পেয়েছিলেন।[৩][৪]

খগেন মহন্ত
বামদিক থেকে ক্রমে খগেন মহন্ত, অর্চনা মহন্ত এবং হীরেণ ভট্টাচার্য
বামদিক থেকে ক্রমে খগেন মহন্ত, অর্চনা মহন্ত এবং হীরেণ ভট্টাচার্য
প্রাথমিক তথ্য
উপনামবিহু সম্রাট
উদ্ভবঅসম, ভারত
ধরনআধুনিক, লোক-সংগীত
পেশাকণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার
লেবেলবিভিন্ন
জন্ম১৭ আগস্ট, ১৯৪২ সন
নগাঁও জেলার জাজরি বগরি
মৃত্যু১২ জুন, ২০১৪ সন (৭২ বৎসর)
জাতীয়তাভারতীয় ভারত
দাম্পত্য সঙ্গীঅর্চনা মহন্ত
সন্তানঅংগরাগ মহন্ত
পিতা-মাতাহরেন্দ্র নাথ মহন্ত, লক্ষ্মীপ্রীয়া দেবী[১]
পুরস্কারফিল্মক্রাফ্ট পুরস্কার (১৯৮৮)
সংগীত নাটক একাডেমী (১৯৯২)
শ্রীময় পুরস্কার (১৯৯৪)
সংগীতাচার্য (১৯৯৯)

শৈশব সম্পাদনা

১৯৪২ সনের ১৭ আগস্ট নগাও জেলার বগরি আমতলার গজলা সত্রের সত্রাধিকারের গৃহে খগেন মহন্তের জন্ম হয়েছিল। [৫] খগেন মহন্তের পিতার নাম হরেন্দ্রনাথ মহন্ত ও মাতার নাম লক্ষীপ্রিয়া দেবী। তিনি শেশবে পিতার নিকট থেকে নাম-কীর্ত্তন ও সত্রীয় নৃত্যকলার শিক্ষা আয়ত্ত করেছিলেন। সত্রীয়া নৃত্যের সঙ্গে তিনি খোল বাজানো বিদ্যায় পারদর্শী ছিলেন।

কর্মজীবন সম্পাদনা

১৯৬৫ সন থেকে খগেন মহন্ত আকাশবানীর শিল্পী হিসেবে গান গাওয়া আরম্ভ করেছিলেন। ১৯৭২ সনে তিনি প্রথম শ্রেনীর সুগম ও লোকসঙ্গীত শিল্পীর স্বীকৃতি লাভ করেন। ১৯৭৬ সনের পরবর্ত্তী সময়ে তিনি আকাশবানীর কম্পজারের চাকরিতে যোগদান করেছিলেন ও বিভিন্ন শিল্পীকে গান শিখান। তারপর তিনি আকাশবানীতে সঙ্গীত প্রয়োজক হয়েছিলেন অবশেষে তিনি আকাশবানী উত্তর-পূর্বাঞ্চলের ডেপুটি ডাইরেক্টর পদে নিযুক্তি ছিলেন। ২০০১ সনের ৩১ ডিসেম্বরে তিনি এই পদ থেকে অবসর নেন। গুয়াহাটি আকাশবানীতে থাকাকালীন অবস্থায় তিনি অসমের লোকশিল্পীর উন্নতির জন্য বিভিন্ন কার্যব্যবস্থা গ্রহণ করেছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

খগেন মহন্ত ১৯৬৫ সনে অসমের বিখ্যাত কণ্ঠশিল্পী অর্চনা মহন্তকে বিবাহ করেন। খগেন মহন্তের পুত্র অংগরাগ মহন্ত পিতৃ আদর্শে অসমীয়া সঙ্গীত জগতকে উজ্জ্বলীত করেছেন।

সংগীত জগতে অবদান সম্পাদনা

১৯৬০ সনে অসমের ভাষা আন্দোলনে বিষ্ণুপ্রসাদ রাভা, হেমাঙ্গ বিশ্বাস, যুগল দ্বারা গঠিত হার্মনি দলে খগেন মহন্ত সক্রিয় ব্যক্তি ছিলেন। এই সময়ে তিনি সমগ্র অসমে শান্তীর কামনায় গীত রচনা করেছিলেন। তিনি অসমের চিরসবুজ গান কাউরী পরে, কলরে পাততে কাউরী পরে, মা আমি শদিয়ালৈ যামেই, পারর পাখিত গুঁজি দিলোঁ ফুলাম চিঠিখনি, পাহাড়র জুরিটি পিরীতি সাওটি, ইত্যাদিতে কন্ঠদান করেছিলেন। তিনি অসমের অন্নুনত অঞ্চল থেকে ধ্বংসপ্রাপ্ত লোকগিত সংগ্রহ করে সংরক্ষণ করার ব্যবস্থা করে মহান দ্বায়িত্বের পালন করেছিলেন। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার অন্তিমকালে রচনা করা এয়ে মোর শেষ গান খগেন মহন্ত কন্ঠদান করেছিলেন।

মৃত্যু সম্পাদনা

২০১৪ সনের ১২জুন তারিখে খগেন মহন্তের মৃত্যু হয়। মৃত্যুর সময় বয়স ছিল ৭২ বৎসর। খগেন মহন্তের মৃত্যুর দিন সমগ্র অসমবাসী শোক পালন করছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. AT News (Thu, 12/06/2014)। "Khagen Mahanta no more"। assamtimes। সংগ্রহের তারিখ 12 জুন 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. http://www.vedanti.com/Legends/khagen_mahanta.htm[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. দেৱজিত শর্মা, গুৱাহাটী (১৮ আগস্ট, ২০১৩)। "৭২ত ভরি দিলে বিহু সম্রাট, গণ শিল্পী খগেন মহন্তই"। দৈনিক জনমভূমি, যোরহাট: দহ পৃষ্ঠা।  অজানা প্যারামিটার |month= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. Press Trust of India (জুন ১২, ২০১৪)। "Assam's popular folk singer Khagen Mahanta dead"। ibnlive.in.com। জুন ১৫, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৪ 
  5. "King of Bihu' Khagen Mahanta no more"। news time assam। June 12th, 2014। ২৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 12 জুন 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)