মমতা পূজারী

ভারতীয় কাবাডি খেলোয়াড়

মমতা পূজারি (জন্ম ১৯৮৬) একজন ভারতীয় পেশাদার আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়। তিনি ভারতীয় মহিলা কাবাডি দলের প্রাক্তন অধিনায়ক এবং কর্ণাটক সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার রাজজ্যোৎসব প্রশস্তিতে ভূষিত হয়েছেন। কাবাডিতে তাঁর কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ, ২০১৪ সালের ২রা সেপ্টেম্বর, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করেন।[১]

২০১০ সালে মমতা পূজারী

প্রাথমিক জীবন সম্পাদনা

মমতা পূজারি ১৯৮৬ সালে কর্ণাটকের উডুপি জেলার কারকালা তালুকে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ও মায়ের নাম যথাক্রমে বোজা পূজারি এবং কিট্টি পূজারি। তাঁর মাতৃভাষা টুলু । তিনি বর্তমানে ভারতীয় রেলওয়ের দক্ষিণ মধ্য রেলওয়ে জোনে নিযুক্ত। মমতা হারমুন্ডে এবং আজেকারে তাঁর স্কুল পড়া শেষ করেন এবং ম্যাঙ্গালোরের শ্রী গোকারনাথেশ্বর কলেজ থেকে স্নাতক হন।

কর্মজীবন সম্পাদনা

তাঁর স্কুল জীবনকালে তিনি সক্রিয়ভাবে ভলিবল, শট-পুট এবং কাবাডির মতো খেলাধুলায় জড়িত ছিলেন। কিন্তু কাবাডির প্রতি আবেগ ছিল সিদ্ধান্তমূলক। তিরুনেলভেলিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার সময় থেকে তিনি কাবাডিতে পুরস্কার জিততে শুরু করেন। সেখানে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। তিনি হিঙ্গাত এবং দাদারে অনুষ্ঠিত উন্মুক্ত কাবাডি টুর্নামেন্টেও পদক জিতেছিলেন। যে ভারতীয় কাবাডি দলটি ২০০৬ সালে কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া গেমসে সোনা জিতেছিল, মমতা সেই দলের অংশ ছিলেন।

পদকের তালিকা সম্পাদনা

আন্তর্জাতিক:

  1. ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৭তম এশিয়ান গেমসে সোনা।
  2. ২০১৪ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৪র্থ এশিয়ান বিচ গেমসে অধিনায়ক হিসাবে সোনা।
  3. ২০১০ সালে চীনে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান গেমসে সোনা।
  4. পাটনায় অনুষ্ঠিত ১ম বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সোনা।
  5. ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ৪র্থ এশিয়ান ইন্ডোর এবং মার্শাল গেমে সোনা।
  6. ২০০৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ১ম এশিয়ান বিচ গেমসে ক্যাপ্টেন হিসেবে সোনা।
  7. ২০১০ সালে ওমানে অনুষ্ঠিত ২য় এশিয়ান বিচ গেমে ক্যাপ্টেন হিসেবে সোনা।
  8. চীনে অনুষ্ঠিত ৩য় এশিয়ান বিচ গেমসে অধিনায়ক হিসেবে সোনা।
  9. ২০০৭ সালে ইরানে অনুষ্ঠিত এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে সোনা।
  10. ২০০৮ সালে মাদুরাইয়ে অনুষ্ঠিত ৩য় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে সোনা।
  11. ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ১০ম স্যাফ গেমসে সোনা।

জাতীয়:

  1. ২০১৫ সালে তিরচিংগোড় তামিলনাড়ুতে ৬২তম সিনিয়র ন্যাশনালে সেরা খেলোয়াড় হিসেবে সোনা।
  2. ২০১৪ সালে বিহারের পাটনায় ৬১তম সিনিয়র ন্যাশনালে সোনা।
  3. ২০১৪ সালে কর্ণাটকের মাণ্ড্যায় ৬১তম সিনিয়র ন্যাশনালে সোনা।
  4. ২০১২ সালে মহারাষ্ট্রের মুম্বাইতে ৫৯তম সিনিয়র ন্যাশনালে সোনা এবং সেরা অলরাউন্ডার।
  5. ২০১১ সালে কর্ণাটকের বাইন্দুরে ৫৮ তম সিনিয়র ন্যাশনালে ক্যাপ্টেন এবং সেরা অলরাউন্ডার হিসাবে সোনা।
  6. ২০১০ সালে মহারাষ্ট্রের মুম্বাইতে ৫৭ তম সিনিয়র ন্যাশনালে সোনা।
  7. ২০০৮ সালে নতুন দিল্লিতে ৫৬ তম সিনিয়র ন্যাশনালে সোনা এবং সেরা অলরাউন্ডার।
  8. ২০০৭ সালে মহারাষ্ট্রের অমরাবতীতে ৫৫তম সিনিয়র ন্যাশনালে সোনা।
  9. ২০০৭ সালে অন্ধ্র প্রদেশের চিতুরে ৫৪তম সিনিয়র ন্যাশনালে সোনা।
  10. ২০০৭ সালে অন্ধ্রপ্রদেশের উপ্পলে ৫৩তম সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ এবং সেরা খেলোয়াড়।
  11. ২০০৪ সালে হরিয়ানার কুরুক্ষেত্রে ৫২ তম সিনিয়র ন্যাশনালে অংশগ্রহণ।

তাঁর অন্যান্য অর্জনের মধ্যে রয়েছে পদক

  • বালিতে অনুষ্ঠিত এশিয়ান বিচ স্পোর্টস কাবাডি ম্যাচ
  • ইরানের তেহরানে অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ
  • চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় মহিলা কাবাডি চ্যাম্পিয়নশিপ
  • চীনের গুয়াংজুতে ২০১০ সালের এশিয়ান গেমসে কাবাডি[২]
  • ২০১৩ এশিয়ান ইন্ডোর এবং মার্শাল আর্ট গেমসে ইন্ডোর কাবাডি।[৩]

ভারতীয় মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে, ২০১২ সালের বিশ্বকাপে কাবাডির উদ্বোধনীতে, তিনি নিজের দলকে ফাইনালে জয়ের দিকে নিয়ে যান।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Arjuna award http://www.mangaloretoday.com/main/President-Pranab-Mukherjee-confers-Arjuna-Award-to-Mamata-Poojary.html
  2. "Native Proud of Asiad Kabaddi Gold Medalist Mamata Poojary"। daijiworld.com। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২২ 
  3. Mamatha Poojary from "Manipal world News"
  4. "Karkala: Mamata Poojary Leads Indian Kabaddi Team to World Cup Victory"। daijiworld.com। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা