মন্যু (দেবতা)

একজন ঋগ্বৈদিক দেবতা

মন্যুবৈদিক সংস্কৃতে "আবেগ"-এর জন্য যুদ্ধের দেবতা, বজ্র ও শত্রুদের হত্যাকারী। তিনি উগ্র, শত্রুকে দমনকারী, স্ব-অস্তিত্বশীল এবং তিনি হলেন ভগবান নৃসিংহ। তাকে স্বাস্থ্য ও সম্পদ আনার জন্য অনুরোধ করা হয়। ঋগ্বেদের ১০.৮৩ ও ১০.৮৪-এ রয়েছে  মন্যুসূক্ত[১][২] মন্যু অপৌরুষেয় হল মন্যুসুক্তের দ্রষ্টা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Mysore Orientalist, Volume 18। Oriental Research Institute, University of Mysore। ২০০৪। পৃষ্ঠা 161। 
  2. V. R. Panchamukhi (২০০০)। Vicāravaibhavam। Rashtriya Sanskrit Vidyapeetha। পৃষ্ঠা 227। The commentary Manyu Sūkta by Sri Dhirendratirtha interprets Manyu as Narasimha - who is the internal controller of Rudra and who is the embodiment of knowledge.