মনোহর তিরকে

ভারতীয় রাজনীতিবিদ

মনোহর তিরকে (জন্ম ২০ নভেম্বর, ১৯৫৩) ভারতের পঞ্চদশ লোকসভার সদস্য। তিনি বিপ্লবী সমাজতন্ত্রী দলের প্রার্থী হিসেবে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সংসদে নির্বাচিত হয়েছেন।[১]

মনোহর তিরকে
সাংসদ
সংসদীয় এলাকাআলিপুরদুয়ার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-11-20) ২০ নভেম্বর ১৯৫৩ (বয়স ৭০)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলবিপ্লবী সমাজতন্ত্রী দল
দাম্পত্য সঙ্গীসীতামুনি তিরকে
বাসস্থানসাতালি চা বাগান, ডাকঘর হাসিমারা, থানা জয়গাঁ, জলপাইগুড়ি জেলা
জীবিকাট্রেড ইউনিয়ন নেতা

তার পিতা ও মাতার নাম লেবা তিরকে ও সুন্দরী তিরকে। তিনি জলপাইগুড়ি জেলার সাতালি চা বাগানে জন্মগ্রহণ করেছিলেন। আলিপুরদুয়ারের সেন্ট জোসেফ'স হাই স্কুলে তার পড়াশোনা। স্কুলে পড়ার সময় তিনি বি. সি. রায় ট্রফির সেরা খেলোয়াড় হয়েছিলেন।[২]

ট্রেড ইউনিয়ন নেতা মনোহর তিরকে ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস (ইউটিইউসি) অনুমোদিত ডুয়ার্স চা বাগান শ্রমিক ইউনিয়ন ও উত্তরবঙ্গ বন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ইউটিইউসি ও আরএসপি'র রাজ্য কমিটির সদস্য। লোকসভা সদস্য হিসেবে তিনি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন ও সরকারি আশ্বাস বিষয়ক সংসদীয় কমিটির সদস্য।[২]

ইতিপূর্বে ১৯৭৭, ১৯৮২, ১৯৯১, ১৯৯৬ ও ২০০৬ সালে মনোহর তিরকে কালচিনি বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।[৩] ১৯৯৬-২০০১ ও পরে ২০০৬ সালে তিনি পশ্চিমবঙ্গের পুর্ত প্রতিমন্ত্রীও ছিলেন।[১][২]

পাদটীকা

সম্পাদনা
  1. "Manohar Tirkey: Political Profile"। ২০ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১ 
  2. "Detailed Profile: Shri Manhar Tirkey"। Governemnt of India। সংগ্রহের তারিখ ২০১০-০৯-২৫ 
  3. "11 - Kalchini (ST) Assembly Constituency"Partywise Comparison Since 1977। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৬