মনিকা সেলেস (হাঙ্গেরীয়: Szeles Mónika; সার্বীয়: Моника Селеш, Monika Seleš; উচ্চারণ [sɛlɛʃ]; (জন্ম: ২ ডিসেম্বর, ১৯৭৩)[] যুগোস্লাভিয়ায় জন্মগ্রহণকারী বিশ্বের সাবেক যুগোস্লাভ ১নং পেশাদার প্রমিলা টেনিস খেলোয়াড়। এছাড়াও, আন্তর্জাতিক টেনিস হল অব ফেমের অন্যতম সদস্য তিনি। হাঙ্গেরীয় বংশোদ্ভূত সেলেসের জন্ম হয়েছে সাবেক যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে। সেখানেই তিনি তার শৈশবকাল অতিবাহিত করেন। ১৯৯৪ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। এছাড়াও, জুন, ২০০৭ সালে হাঙ্গেরীর নাগরিকত্ব অর্জন করেন।[][] তিনি নয়বার গ্র্যান্ড স্লামের এককের শিরোপা পেয়েছেন। তন্মধ্যে একটি বাদে সবগুলোই যুগোস্লাভিয়ায় থাকা অবস্থায় পেয়েছেন।

মনিকা সেলেস
২০০২ সালে
দেশ যুগোস্লাভিয়া (১৯৯৮-১৯৯১)
 যুগোস্লাভিয়া (১৯৯২-১৯৯৪)
 যুক্তরাষ্ট্র (১৯৯৪-২০০৮)
বাসস্থানসারাসোতা, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1973-12-02) ডিসেম্বর ২, ১৯৭৩ (বয়স ৫১)
নভি সাদ, এসআর সার্বিয়া, এসএফআর যুগোস্লাভিয়া
উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
পেশাদারিত্ব অর্জন১৯৮৯
অবসর গ্রহণ২০০৮ (সর্বশেষ খেলা: ২০০৩)
খেলার ধরনবামহাতি (উভয় পার্শ্বেই দুইহাতে)
পুরস্কারUS$ ১৪,৮৯১,৭৬২
টেনিস এইচওএফ২০০৯ (সদস্য পাতা)
একক
পরিসংখ্যান৫৯৫-১২২ (৮২.৯৮%)
শিরোপা৫৩
সর্বোচ্চ র‌্যাঙ্কিং১নং (১১ মার্চ, ১৯৯১)
গ্র্যান্ড স্ল্যাম এককের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেন (১৯৯১, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৬)
ফ্রেঞ্চ ওপেন (১৯৯০, ১৯৯১, ১৯৯২)
উইম্বলডনফ (১৯৯২)
ইউএস ওপেন (১৯৯১, ১৯৯২)
অন্যান্য প্রতিযোগিতা
ট্যুর ফাইনাল (১৯৯০, ১৯৯১, ১৯৯২)
অলিম্পিক গেমস ব্রোঞ্জপদক (২০০০)
দ্বৈত
পরিসংখ্যান৮৯-৪৫
শিরোপা
সর্বোচ্চ র‌্যাঙ্কিং১৬ (২২ এপ্রিল, ১৯৯১)
গ্র্যান্ড স্ল্যাম দ্বৈতের ফলাফল
অস্ট্রেলিয়ান ওপেনসে.ফা. (১৯৯১, ২০০১)
ফ্রেঞ্চ ওপেন৩রা (১৯৯০)
উইম্বলডনকো.ফা. (১৯৯৯)
ইউএস ওপেনকো.ফা. (১৯৯৯)
দলগত প্রতিযোগিতা
ফেড কাপ যুক্তরাষ্ট্র
(১৯৯৬, ১৯৯৯, ২০০০)
হপম্যান কাপ যুগোস্লাভিয়া
(১৯৯১)
 যুক্তরাষ্ট্র
ফ (২০০১, ২০০২)
পদকের তথ্য
মহিলাদের টেনিস
 যুক্তরাষ্ট্র-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০০০ সিডনি একক

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

তার বাবা ইস্টার ও মা কারোল হাঙ্গেরীয় বংশোদ্ভূত ছিলেন।[] তার এক বড় ভাই জোল্তান রয়েছে। পাঁচ বছর বয়স থেকেই টেনিসের দিকে ঝুঁকে পড়েন। ডেভনিক ও মাগিয়ার জো সংবাদপত্রের পেশাদার কার্টুনিস্ট বাবা তাকে প্রশিক্ষণ দিতেন।[] দুইহাতে ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডে দক্ষতা আনয়ণে তার বাবা সচেষ্ট ছিলেন।[] পরবর্তীকালে জেলেনা জেনসিচ তার কোচ হয়েছিলেন। ১৯৮৫ সালে ১১ বছর বয়সে ফ্লোরিডার মায়ামিতে অরেঞ্জ বোল প্রতিযোগিতার শিরোপা লাভের পর বিখ্যাত টেনিস কোচ নিক বোল্লেত্তিয়েরি’র মনোযোগ আকর্ষণ করেন। ১৯৮৬ সালে স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিকের তত্ত্বাবধানে পরিচালিত নিক বোল্লেত্তিয়েরি টেনিস একাডেমিতে দুই বছরের জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

মাত্র ১৬ বছর বয়সে ১৯৯০ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়নশীপে সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে শিরোপা লাভ করেন। নিজের ২০তম জন্মদিনের পূর্বেই আটটি গ্র্যান্ড স্লামের এককে শিরোপা জয় করেন। ৩০ এপ্রিল, ১৯৯৩ তারিখে খেলার মাঠে থাকা অবস্থায় একজন ব্যক্তি তার পিঠে ৯-ইঞ্চির দীর্ঘ ছোড়া দিয়ে আঘাত করে।[] ফলশ্রুতিতে পরবর্তী দুই বছর টেনিস মাঠে ফিরে আসতে পারেননি। এরপর ১৯৯৫ সালে পুনরায় টেনিস জগতে ফিরে আসেন ও কিছু সফলতা পান। ১৯৯৪ সালে মার্কিন নাগরিকত্ব লাভের পর ১৯৯৬, ১৯৯৯ ও ২০০০ সালের ফেড কাপে মার্কিন দলকে শিরোপা বিজয়ে সহায়তা করেন। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ স্থান দখল করেন। কিন্তু তিনি আর কখনও তার সেরা ক্রীড়াশৈলী প্রদর্শন করতে পারেননি। ২০০৩ সালের ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার সর্বশেষ পেশাদার খেলায় অংশ নেন। অতঃপর ফেব্রুয়ারি, ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে টেনিস থেকে তার অবসরের ঘোষণা দেন।[]

সম্মাননা

সম্পাদনা

জুন, ২০১১ সালে সেলেসকে টাইম সাময়িকী কর্তৃক অতীত, বর্তমান ও ভবিষ্যত শীর্ষক ৩০জন শীর্ষস্থানীয় মহিলা টেনিস খেলোয়াড়ের একজনরূপে ঘোষণা করা হয়।[]

জানুয়ারি, ২০০৯ সালে আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে তাকে অন্তর্ভুক্ত করা হয়।[১০]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Pronounced in Hungarian and Serbo-Croatian
  2. "Grossly Abbreviated"Canadian Online Explorer। ২০০৭-০৭-০১। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Titokban lett magyar állampolgár Szeles Mónika (Szeles Mónika has become a Hungarian citizen in secret)"Heti Világgazdaság (Hungarian ভাষায়)। ২০০৭-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৯ 
  4. http://www.wtatennis.com/players/player/7354
  5. Najbolja jugoslovenska teniserka Monika Seleš (1.deo) - Naša Mala Mo!;Studio, 1990
  6. Seles, Monica with Nancy Ann Richardson (1996) Monica From Fear to Victory
  7. "1993: Tennis star stabbed"On This Day 30 April 1993। BBC। ১৯৯৩-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০১১-০৭-১৭ 
  8. "Seles Announces Retirement From Professional Tennis"। Sonyericssonwtatour.com। ২০০৯-০৫-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৭-০৪ 
  9. William Lee Adams (জুন ২২, ২০১১)। "30 Legends of Women's Tennis: Past, Present and Future – Monica Seles"TIME। আগস্ট ৭, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৯, ২০১১ 
  10. Robbins, Liz (জানুয়ারি ১৬, ২০০৯)। "Seles Is Elected to Hall of Fame"The New York Times 

বহিঃসংযোগ

সম্পাদনা