আবুল মনসুর মুহম্মদ আবু মুসা
একজন বাংলাদেশি সাহিত্যিক যিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন।
(মনসুর মুসা থেকে পুনর্নির্দেশিত)
আবুল মনসুর মুহম্মদ আবু মুসা যিনি মনসুর মুসা নামে পরিচিত। একজন বাংলাদেশি সাহিত্যিক যিনি বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন।[১][২]
অধ্যাপক ডক্টর আবুল মনসুর মুহম্মদ আবু মুসা | |
---|---|
বাংলা একাডেমির মহাপরিচালক | |
কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৫ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৭ | |
পূর্বসূরী | মোহাম্মদ হারুন-উর-রশিদ |
উত্তরসূরী | সৈয়দ আনোয়ার হোসেন |
কাজের মেয়াদ ৬ ফেব্রুয়ারি ২০০২ – ৫ ফেব্রুয়ারি ২০০৫ | |
পূর্বসূরী | রফিকুল ইসলাম |
উত্তরসূরী | আবুল কালাম মনজুর মোরশেদ |
ডাকনাম | মনসুর মুসা |
কর্মজীবন
সম্পাদনামনসুর মুসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের অধ্যাপক ছিলেন। আধুনিক ভাষা ইনষ্টিটিউট-এর পরিচালক ছিলেন তিনি। তিনি দুই মেয়াদে বাংলা একাডেমীর মহাপরিচালক ছিলেন।
সাহিত্য চর্চা
সম্পাদনামনসুর মুসা মানুষের ভাষা-সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তুর্কীভাষা আন্দোলন, শ্রীলঙ্কার ভাষা-সমস্যা, আসামের ভাষাদাঙ্গা, বাঙলা ভাষা ও রাজনীতি, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ভাষাতাত্ত্বিক মূল্যায়ন ইত্যাদি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
গ্রন্থ
সম্পাদনাতার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: -
- প্রায়োগিক ভাষাতত্ত্বের রূপরেখা
- বাঙলা ধ্বনিমূল
- শিক্ষা ভাষা ও ভাষা-শিক্ষা
- এলিমেন্টারী স্ট্রাকচারেড টেক্সটস ইন বেঙ্গলী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রাক্তন স্পেশাল অফিসার, পরিচালক ও মহাপরিচালকবৃন্দ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
- ↑ "পাঠকের মন"। Goodreads। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৫।