মনসুর আতিক আল-হারবি (আরবি: منصور عتيق الحربي; জন্ম: ১৯ অক্টোবর ১৯৮৭) হলেন সৌদি আরবের একজন পেশাদার ফুটবলার, যিনি সৌদি পেশাদার লিগের ক্লাব আল-আহলি এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২]

মনসুর আল-হারবি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মনসুর আতিক আল-হারবি
জন্ম (1987-10-19) ১৯ অক্টোবর ১৯৮৭ (বয়স ৩৬)
জন্ম স্থান জেদ্দা, সৌদি আরব
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান লেফট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-আহলি
জার্সি নম্বর ৩১
যুব পর্যায়
২০০৪–২০০৭ আল-আহলি
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭– আল-আহলি ১৩৩ (৭)
জাতীয় দল
২০০৬– সৌদি আরব ৩৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ জানুয়ারি ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার সম্পাদনা

মনসুর বর্তমানে আল-আহলি ক্লাবে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন; এই দলের সাথে তিনি ২০০৭ সালে চুক্তিবদ্ধ হয়েছিল। তিনি এই ক্লাবকে বেশ কয়েকটি ট্রফি জয়লাভ করতে সহায়তা করেছেন যার মধ্যে ২০১৫–১৬ সৌদি পেশাদার লিগ এবং ২০১৬ কিং কাপ অন্যতম।

সম্মাননা সম্পাদনা

ক্লাব সম্পাদনা

আল-আহলি

ব্যক্তিগত সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা