মনসা চালি বা মনসা বারি দেবী মনসার এক অনন্য মাটির প্রতিমা, যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়া অঞ্চলের পোড়ামাটির শিল্পকলার তথা পশ্চিমবঙ্গের শিল্পকলার নিদর্শন। চালি বা বারি বলতে আবরণ বোঝায়। দেবী প্রতিমার চালচিত্রের মতো এখানে চালিতে দেবী মনসার প্রতীকী স্বরূপ সর্প থাকে।[১] মনসা চালি প্রধানত লাল এবং কালো এই দুটি রঙের হয়ে থাকে।[২] সর্প দেবী মা মনসাকে বাঁকুড়ার পাঁচমুড়ার মনসা চালিতে পূজা করা হয়। সেখানে চাঁদ সদাগরের গল্পকাহিনি খুবই জনপ্ৰিয়।

মনসা চালি
পাঁচমুড়া পোড়ামাটির শিল্পকলা
ভৌগোলিক নির্দেশক
মনসা চালি
বর্ণনামনসা চালি পশ্চিমবঙ্গের শিল্পকলার অনন্য উদাহরণ
ধরনপশ্চিমবঙ্গের শিল্পকলা
অঞ্চলপাঁচমুড়া, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত
দেশ ভারত
নথিবদ্ধ২৮ মার্চ, ২০১৮; ৩ দিন সময় (28 March, 2018)
উপাদানমাটি
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটipindiaservices.gov.in

ভৌগোলিক স্বীকৃতি সম্পাদনা

মনসা চালি বাঁকুড়া পাঁচমুড়া পোড়ামাটির শিল্প রূপে ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ মার্চ পশ্চিমবঙ্গের ভৌগোলিক স্বীকৃতি অর্জন করেছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সাঁতরা, তারাপদ (ডিসেম্বর ২০০০)। পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পীসমাজ। কলকাতা: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র। পৃষ্ঠা ৬৩–৬৪। 
  2. দাসগুপ্ত, সমীর; বিশ্বাস, রবিরঞ্জন; মল্লিক, গৌতম কুমার (২০০৯)। Heritage Tourism: An Anthropological Journey to Bishnupur (ইংরেজি ভাষায়)। Mittal Publications। আইএসবিএন 9788183242943 
  3. "Details | Geographical Indications | Intellectual Property India"ipindiaservices.gov.in। ২০১৯-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৭