মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানী। কোম্পানিটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অবস্থিত।[২]
সংক্ষেপে | এমজিএমসিএল |
---|---|
গঠিত | ৪ আগস্ট, ১৯৯৮ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
সদরদপ্তর | ঢাকা |
অবস্থান | |
যে অঞ্চলে কাজ করে | বাংলাদেশ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
ব্যবস্থাপনা পরিচালক | আবু দাউদ মুহম্মদ ফরিদুজ্জামান[১] |
প্রধান অঙ্গ | বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |
প্রধান প্রতিষ্ঠান | পেট্রোবাংলা |
ওয়েবসাইট | এমজিএমসিএল |
ইতিহাস
সম্পাদনাবাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ১৯৭৪ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় গ্রানাইট পাথর আবিষ্কার করে। নানা পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৯২ সালে বাংলাদেশ এবং উত্তর কোরিয়া সরকারের মধ্যে বাণিজ্যিক বিষয়ে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতার আলোকে পেট্রোবাংলা এবং উত্তর কোরীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কোরীয়া সাউথ-সাউথ কো-অপারেশন কর্পোরেশন (নামনাম) এর মধ্যে ২৭ মার্চ, ১৯৯৪ তারিখে আরো একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ৪ আগস্ট, ১৯৯৮ সালে প্রকল্পটি পেট্রোবাংলার অধীনে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) হিসেবে নিবন্ধিত হয়। জুলাই ২০০১ সালের মধ্যে কাজ শেষের কথা থাকলেও নামনাম ২৫ মে ২০০৭ সালে খনিটি এমজিএমসিএল-এর নিকট হস্তান্তর করে। বর্তমানে এমজিএমসিএল নিজস্ব ব্যবস্থাপনায় খনি পরিচালনা করে যাচ্ছে।
এক নজরে
সম্পাদনাবিবরণ | তারিখ |
---|---|
আবিষ্কার | ১৯৭৩–৭৪ |
সম্ভাব্যতা যাচাই সমীক্ষা | ১৯৭৬–৭৭ |
হাইড্রোজিওলজিক্যাল সমীক্ষা | ১৯৮৪–৮৫ |
ফিজিক্যাল কার্যক্রম শুরু | ২০ অক্টোবর, ১৯৯৪ |
বাণিজ্যিক উৎপাদন শুরু | ২৫ মে, ২০০৭ |
খনি হ্যান্ডওভার ও টেকওভারের তারিখ | ৪ নভেম্বর, ২০১০ |