মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়
মধুপুর রাণী ভবানী মডেল-সরকারি উচ্চ বিদ্যালয় বা মধুপুর রাণী ভবানী উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়।
মধুপুর রাণী ভবানী মডেল-সরকারি উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
স্থানাঙ্ক | ২৪°৩৭′০০″ উত্তর ৯০°০১′৩০″ পূর্ব / ২৪.৬১৬৬৬৭° উত্তর ৯০.০২৫° পূর্ব |
তথ্য | |
প্রতিষ্ঠাকাল | ২ জানুয়ারি ১৯৩৯ |
বিদ্যালয় কোড | ৪৮০০ |
ইআইআইএন | ১১৪৩৬৩ |
প্রধান শিক্ষক | মো। আবদুল বাসীদ |
কর্মকর্তা | ২৯ |
শিক্ষকমণ্ডলী | ২১ |
লিঙ্গ | বালক-বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ১৩১০ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ৩.৯৩ একর |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
অন্তর্ভুক্তি | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ইতিহাস
সম্পাদনাবিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়।[১]
অবস্থান
সম্পাদনাবিদ্যালয়টি মধুপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার এবং ঢাকা শহর থেকে ১৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যালয়টি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত।
ফলাফল
সম্পাদনামধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৭-২০১০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট স্তরের পরীক্ষার জন্য ফলাফলগুলি নিম্নরূপ:
বছর | পরীক্ষার্থী | উত্তীর্ণ | শতকরা |
---|---|---|---|
২০০৭ | ৯৩ | ৮৯ | ৯৫.৭০% |
২০০৮ | ১১৯ | ১১৯ | ১০০.০০% |
২০০৯ | ১৪৬ | ১৪২ | ৯৭.২৬% |
২০১০ | ২০০ | ১৯৮ | ৯৯% |
চিত্রশালা
সম্পাদনা-
বিদ্যালয়ের ভিডিও
-
বিদ্যালয়ের চিত্র
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এবার জাতীয়করণ হচ্ছে ৭৩টি মাধ্যমিক বিদ্যালয়"। কালের কণ্ঠ। ১১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৯।
উইকিমিডিয়া কমন্সে মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে।