মদিনাতুল বা'আস
মদিনাতুল বা'আস (আরবি: مدينة البعث) বা'আস শহর বা নিউ কুনেইত্রা নামেও পরিচিত। এটি গোলান মালভূমির একটি শহর ও দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা গভর্নরেট এর প্রশাসনিক কেন্দ্র।[১] এটি কুনেইত্রার ১২ কিমি উত্তরে এবং খান অর্ণবাত শহরের ২ কিমি পশ্চিমে দামেস্ক - কুনেইত্রা সড়কে অবস্থিত। শহরটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম বসতি স্থাপিত হয়। কুনেইত্রা ধ্বংস ও পরিত্যক্ত হওয়ার পরে প্রাদেশিক কেন্দ্র হিসেবে কুনেইত্রা শহর প্রতিস্থাপিত হয়।[১] এর ক্ষেত্রফল ১.৯ কিমি² এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৯০০ মিটার। ২০১০ সালের সরকারি অনুমান মতে, মদিনাতুল বা'আসের জনসংখ্যা ছিল ৪,৫০০ জন।[২] ক্ষমতাসীন সিরীয় বা'আস পার্টির নামে শহরটির নামকরণ করা হয়।[১]
মদিনাতুল বা'আস مدينة البعث | |
---|---|
শহর | |
সিরিয়ার মানচিত্রে মদিনাতুল বা'আস শহর প্রদর্শিত | |
স্থানাঙ্ক: ৩৩°১০′ উত্তর ৩৫°৫২′ পূর্ব / ৩৩.১৭° উত্তর ৩৫.৮৭° পূর্ব | |
দেশ | ![]() |
গভর্নরেট | কুনেইত্রা গভর্নরেট |
জেলা | কুনেইত্রা জেলা |
নাহিয়া | খান অর্নবাত |
প্রতিষ্ঠিত | ১৯৮৬ |
সরকার | |
• মেয়র | ইমাদুর রাহবান |
আয়তন | |
• মোট | ১.৯ বর্গকিমি (০.৭ বর্গমাইল) |
উচ্চতা | ৯৩৫ মিটার (৩,০৬৮ ফুট) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ৪,৫০০ |
ওয়েবসাইট | www |
শহরটিতে ২২ কিমি দীর্ঘ রাস্তা, ব্যাংকিং পরিষেবা, সরকারি ও বেসরকারি সংস্থা, টিভি ও রেডিও স্টেশন, সাংস্কৃতিক কেন্দ্র, ফুটবল স্টেডিয়াম ও হাসপাতালসহ অনেকগুলো উন্নত অবকাঠামো রয়েছে।[৩] ২০১৩ সালের ডিসেম্বরে, মদিনাতুল বা'আসের নগর পরিষদ কর্তৃক দামেস্ক বিশ্ববিদ্যালয়ে ৫টি নতুন অনুষদের ভবন নির্মাণের কাজ শুরু করা হয়।[৪]
শহরের বাসিন্দারা মূলত কৃষি সেবার সাথে জড়িত। এখানে গড় বৃষ্টিপাত হয় ১,০০০ মিমি (৩৯.৩৭ ইঞ্চি)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "Breaking International News & Views"। Reuters (ইংরেজি ভাষায়)। ২০২৩-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ ""مدينة البعث" ... المدينة النموذجية في"القنيطرة""। www.esyria.sy (আরবি ভাষায়)। ২০২২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "ملعب "مدينة البعث" بحلته الخضراء"। www.esyria.sy (আরবি ভাষায়)। ২০২২-০৭-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।
- ↑ "صحيفة الثورة"। صحيفة الثورة (আরবি ভাষায়)। ২০২০-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬।