মণি লাহিড়ী

ভারতীয় স্বাধীনতা সংগ্রামী

মণি লাহিড়ী (মৃত্যু: ২৮ সেপ্টেম্বর ১৯৩২) ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি শহীদ।

মণি লাহিড়ী
বিপ্লবী মণি লাহিড়ী
জন্ম?
মৃত্যু২৮ সেপ্টেম্বর ১৯৩২
আন্দোলনভারতের স্বাধীনতা আন্দোলন

বিপ্লবী কার্য ও মৃত্যু

সম্পাদনা

মনি লাহিড়ী পাবনা জেলায় বিপ্লবী দলের সভ্য ছিলেন।[] স্টেটসম্যান পত্রিকার ভারতবিদ্বেষী সম্পাদককে হত্যার চেষ্টা করেছিলেন। সম্পাদক আলফ্রেড ওয়াটসন বিপ্লবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ক্রমাগত প্ররোচিত করত এবং অসম্মানজনক মন্তব্য লিখতো। এর আগে ৫ আগস্ট ১৯৩২ সালে বিপ্লবী অতুল সেন এই প্রচেষ্টায় শহীদ হন। পরের মাসেই ২৮ সেপ্টেম্বর ১৯৩২ বিপ্লবী মনি লাহিড়ী ও তার দুই সঙ্গী গাড়ীতে উপবিষ্ট ওয়াটসনকে গুলি ছোঁড়েন। পুলিশে পাল্টা আক্রমণ করলে তারা আক্রমণ এড়িয়ে পালাতে গেলে মাঝেরহাটের কাছে তাদের গাড়ি দুর্ঘটনায় পড়ে। অন্যতম সাথী বিপ্লবী অনিল ভাদুড়ী মারাত্মকভাবে আহত হন ও মারা যান।[] আহত অবস্থায় দৌড়ে পালানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান বিপ্লবী মনি লাহিড়ী।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sarakāra, Pulakeśa De (১৯৮২)। Ke prathama sáhīda?। De Sarakāra। 
  2. Volume 1, P.N Chopra (২০১৬)। WHO'S WHO OF INDIAN MARTYRS। Publications Division Ministry of Information & Broadcasting। 
  3. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৮৭। 
  4. De, Śaileśa (১৯৮১)। Mrtyura ceye bara : On the life and activities of some Bengali militant nationalist revolutionary martyrs in the Indian freedom movement; written in the form of stories। Tuli-Kalama।