ভেনেরা ৮
ভেরেনা ৮ (রুশ: Венера 8; অর্থ: ভেনাস ৮), হলো ১৯৭২ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত নভোযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এটি শুক্র পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা দ্বিতীয় রোবোটিক স্পেস প্রোব।[২]
ভেনেরা ৮ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | শুক্র অবতরণ | ||||
পরিচালক | ল্যাভোচ্কিন | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৭২-০২১এ | ||||
এসএটিসিএটি নং | ৫৯১২ | ||||
অভিযানের সময়কাল | ভ্রমণ: ১১৭ দিন অবতরণ: ৫০ মিনিট | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ৪ভি-১ নং. ৬৭০ | ||||
প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন | ||||
উৎক্ষেপণ ভর | ১,১৮৪ কেজি (২,৬১০ পা)[১] | ||||
অবতরণ ভর | ৪৯৫ কেজি (১,০৯১ পা) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ২৭ মার্চ ১৯৭২, ০৪:১৫:০৬ইউটিসি[১] | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া-এম/এমভিএল | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৩১/৬ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | ২২ জুলাই ১৯৭২, ০৯:৩২ | ; ইউটিসি (অবতরণ) + ৫০ মিনিট ১১ সেকেন্ড, যখন ট্রান্সমিশন শেষ হয়ে যায়||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
পরাক্ষ | ৬,৫৯১ কিলোমিটার (৪,০৯৫ মা) | ||||
উৎকেন্দ্রিকতা | ০,০৩৭৩২ | ||||
পেরিজিইই | ১৯৪ কিলোমিটার (১২১ মা) | ||||
অ্যাপোজিইই | ২৪৬ কিলোমিটার (১৫৩ মা) | ||||
নতি | ৫১.৭° | ||||
পর্যায় | ৮৮.৯ মিনিট | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | ২৭ মার্চ ১৯৭২ | ||||
শুক্র অবতরণ | |||||
Invalid parameter | ২২ জুলাই ১৯৭২, ০৯:৩২; ইউটিসি | ||||
"location" should not be set for flyby missions | ১০°৪২′ দক্ষিণ ৩৩৫°১৫′ পূর্ব / ১০.৭০° দক্ষিণ ৩৩৫.২৫° পূর্ব | ||||
----
|
ভেনেরা ৮ ছিলো শুক্রের একটি বায়ুমণ্ডলীয় প্রোব এবং অবতরণ যান। এতে গবেষণার জন্য প্রেরিত যন্ত্রের মধ্যে ছিলো তাপমাত্রা, চাপ এবং আলোক সেন্সরের পাশাপাশি একটি অল্টিমিটার, গামা রে স্পেকট্রোমিটার, গ্যাস বিশ্লেষক এবং রেডিও ট্রান্সমিটার।
অভিযাত্রা
সম্পাদনামহাকাশযানটি ১৯৭২ সালের ৬ এপ্রিল তারিখে বাহক যান থেকে আলাদা হয়ে (যাতে একটি মহাজাগতিক রশ্মি আবিষ্কারক, সৌর বায়ু আবিষ্কারক এবং অতিবেগুনী স্পেকট্রোমিটার ছিল) একটি মধ্য-পরিভ্রমণ পথ সংশোধন করার মাধ্যমে শুক্র গ্রহে পৌঁছাতে ১১৮ দিন সময় নেয় এবং ১৯৭২ সালের ২২ জুলাই তারিখ ০৮:৩৭ ইউটিসিতে শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Siddiqi, Asif (২০১৮)। Beyond Earth: A Chronicle of Deep Space Exploration, 1958–2016 (পিডিএফ) (second সংস্করণ)। NASA History Program Office।
- ↑ Harvey, Brian (২০০৭)। Russian Planetary Exploration History, Development, Legacy and Prospects। Springer-Praxis। পৃষ্ঠা 115–118। আইএসবিএন 9780387463438।