ভেনেরা

সোভিয়েত মহাকাশ কর্মসূচী যাতে একাধিক সন্ধানীর মাধ্যমে শুক্রগ্রহে অনুসন্ধান চালানো হয়

ভেনেরা রাশিয়ান ভাষায় (Russian: Венера, উচ্চারণ, [vʲɪˈnʲɛrə]) হল শুক্রগ্রহ থেকে তথ্য সংগ্রহের জন্য সোভিয়েত নির্মিত মহাকাশযানের সিরিজ। ১৯৬১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এই সিরিজির নভোযান তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। ভেনেরা হল ভেনাস বা শুক্র গ্রহের রাশিয়ান নাম।

সোভিয়েত ভেনাস ল্যান্ডারের অবস্থান।
পৃষ্ঠ থেকে সোভিয়েত ভেনাস ল্যান্ডারের অবস্থানের ছবি।