ভেগা অভিযান হ্যালির ধূমকেতু ও শুক্রগ্রহ সম্বন্ধে তথ্য আহরণের জন্য একটি সোভিয়েত মহাকাশ অভিযান ছিল। ভেগা হল ভেনেরা (রুশ ভাষায় শুক্রগ্রহের নাম) ও গ্যালি-র (রুশ ভাষায় হ্যালির ধূমকেতুর নাম) সংকুচিত রূপ। দুইটি জনশূন্য মহাকাশযান ভেগা ১ ও ২ ১৯৮৪-র ডিসেম্বরে উৎক্ষেপণ করা হয়।

ভেগা অভিযানের বর্ণনামূলক পোস্টার।