বংশালের ব্যবসায়ী হাজি বদরুদ্দিন ওরফে ভুট্টো হাজি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে শিল্প আন্দোলন, সমাজসেবা, জনহিতকর কর্মকাণ্ডের মাধ্যমে অনেক কীর্তি রেখে গেছেন। আনুমানিক ১৮৭৯ সালে তার মৃত্যু হয়।

বাকল্যাণ্ড বাধ

সম্পাদনা

বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যাণ্ড বাধ তৈরির জন্য তিনি ১০ হাজার টাকা দান করেন।

ওহাবি আন্দোলন

সম্পাদনা

ভুট্টো হাজি ওয়াহাবী আন্দোলন-এর নেতা হিসেবে তুতুয়া নামে একটি বই লিখেছিলেন।

বেইলি রোড

সম্পাদনা

ভুট্টো হাজির ইংরেজ বিরোধী ভূমিকা তদন্তের জন্য যে এইচ বেইল ঢাকায় আসার পর তার নামানুসারে বেইলি রোডের নামকরণ হলেও ঘটনার নায়ক ভুট্টো হাজি অবহেলিত রয়ে গেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  • মর্দি মুজাহিদ হাজি বদরুদ্দিন - মুহাম্মদ আব্দুর রহমান
  • প্রথম আলো, ৩ মে ২০০৯ - আপেল মাহমুদ ও মিল্লাত হোসেন