ভিসেল কোবে
ভিসেল কোবে (ইংরেজি: Vissel Kobe, জাপানি: ヴィッセル神戸) হচ্ছে কৌবে ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসেল কোবে তাদের সকল হোম ম্যাচ কৌবের নোয়েভির স্টেডিয়াম কোবে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,১৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় আতসুহিরো মিউরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কাতসুয়া ইশিয়ামা। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
![]() | ||||
পূর্ণ নাম | ভিসেল কোবে | |||
---|---|---|---|---|
ডাকনাম | উশি | |||
প্রতিষ্ঠিত | ১৯৬৬[১] | |||
মাঠ | নোয়েভির স্টেডিয়াম কোবে | |||
ধারণক্ষমতা | ৩০,১৩৪ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | জে১ লিগ | |||
২০২০ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, ভিসেল কোবে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এম্পেরর'স কাপ, ১টি জাপানি সুপার কাপ এবং ৫টি চুগোকু সকার লিগ শিরোপা রয়েছে। কুনিয়ে কিতামোতো, হিদেও তানাকা, কাং-জো পার্ক, ইয়োশিতো ওকুবো এবং কাজুমা ওয়াতানাবের মতো খেলোয়াড়গণ ভিসেল কোবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
অর্জনসম্পাদনা
- এম্পেরর'স কাপ
- চ্যাম্পিয়ন (১): ২০১৯
- জাপানি সুপার কাপ
- চ্যাম্পিয়ন (১): ২০২০
- চুগোকু সকার লিগ (কাওয়াসাকি স্টিল মিজুশিমা হিসেবে)
- চ্যাম্পিয়ন (৫): ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫
অনুমোদিত ক্লাবসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "CLUBS & PLAYERS : J.LEAGUE.JP"। jleague.jp। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৮।
- ↑ "ভিসেল কোবে"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১।
- ↑ "J-League's Vissel Kobe announces business partnership with Thailand's Chonburi FC"। goal.com। মার্চ ৩০, ২০১২। সংগ্রহের তারিখ নভেম্বর ২৯, ২০১৩।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (জাপানি) (ইংরেজি)