ভিড়ের সময়

দিনের যে অংশগুলিতে সড়কে যানজট ও গণপরিবহনে যাত্রীদের ভিড় সর্বোচ্চ হয়

ভিড়ের সময় বা ব্যস্ততম সময় বলতে দিনের সেই অংশগুলিকে বোঝায়, যখন কোনও শহরের সড়কে যাত্রীবাহী যানবাহনের জটগণপরিবহন ব্যবস্থাগুলিতে (বাস, ট্রাম, রেল, পাতালরেল, ইত্যাদি) যাত্রীদের ভিড় সর্বোচ্চ শিখরে পৌঁছে। সাধারণত সাপ্তাহিক কর্মদিবসগুলিতে এই ঘটনাটি দিনে দুইবার ঘটে: সকালবেলা নিত্যযাত্রী মানুষ যখন কর্মস্থলে গমন করে এবং শেষ বিকাল বা সন্ধ্যাবেলা যখন নিত্যযাত্রীরা কর্মস্থল থেকে বাসস্থানে প্রত্যাবর্তন করে। ভিড়ের সময় এক থেকে দুই ঘণ্টা স্থায়ী হয়ে থাকে।[১]

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি সাবওয়ে পাতালরেল ব্যবস্থার একটি স্টেশনে সকালবেলায় নিত্যযাত্রীদের ভিড়।
মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের আন্তঃরাজ্য ৯৫নং মহাসড়কে (ইন্টারস্টেট ৯৫) বিকালে নিত্যযাত্রীদের যানজট।

অন্য ভাষায়

সম্পাদনা

ইংরেজিতে ভিড়ের সময়কে "রাশ আওয়ার" (Rush hour) বা "পিক পিরিয়ড" (Peak period) বলে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ""Rush hour." Merriam-Webster.com Dictionary"Merriam Webster Dictionary। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৩