ভিটাগ্রাফ স্টুডিওজ

মার্কিন চলচিত্র স্টুডিও

ভিটাগ্রাফ স্টুডিওজ ছিল একটি মার্কিন চলচ্চিত্র স্টুডিও। এটি ভিটাগ্রাফ কোম্পানি অব আমেরিকা নামেও পরিচিত ছিল। জে. স্টুয়ার্ট ব্ল্যাকটন ও আলবার্ট ই. স্মিথ ১৮৯৭ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে আমেরিকান ভিটাগ্রাফ কোম্পানি নামে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। ১৯০৭ সালের মধ্যে এটি সবচেয়ে প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি হয়ে ওঠে এবং অনেক বিখ্যাত নির্বাক চলচ্চিত্র নির্মাণ করে।[] ১৯২৫ সালে ওয়ার্নার ব্রস. এই কোম্পানিটি কিনে নেয়।

ভিটাগ্রাফ
শিল্পচলচ্চিত্র
উত্তরসূরীটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
প্রতিষ্ঠাকাল১৮৯৭
প্রতিষ্ঠাতাজে. স্টুয়ার্ট ব্ল্যাকটন ও আলবার্ট ই. স্মিথ
বিলুপ্তিকাল১৯২৫
সদরদপ্তর
ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি
,
পণ্যসমূহচলচ্চিত্র, চলচ্চিত্র পরিবেশনা
মাতৃ-প্রতিষ্ঠানওয়ার্নার ব্রস.

প্রতিষ্ঠা

সম্পাদনা

১৮৯৬ সালে যখন স্টুয়ার্ট ব্ল্যাকটন নিউ ইয়র্ক ইভেনিং ওয়ার্ল্ডের প্রতিবেদক ছিলেন, তাকে থমাস এডিসনের নতুন চলচ্চিত্র প্রজেক্টর প্রসঙ্গে সাক্ষাৎকারের জন্য পাঠানো হয়। এডিসন তার সাথে চলচ্চিত্র প্রজেক্টর কেনা প্রসঙ্গে কথা বলেন। এক বছর পর ব্ল্যাকটন ও তার ব্যবসায় সঙ্গী আলবার্ট স্মিথ এডিসনের সাথে প্রত্যক্ষ প্রতিযোগিতার অংশ হিসেবে আমেরিকান ভিটাগ্রাফ কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৮৯৯ সালে আরেকজন অংশীদার উইলিয়াম "পপ" রক যোগদান করেন। কোম্পানিটির প্রথম স্টুডিও নির্মিত হয় ম্যানহাটনের নাসাউ স্ট্রিটে। পরবর্তীতে নিউ ইয়র্কের ব্রুকলিনের মিডউডে তাদের কার্যক্রম স্থানান্তরিত হয়।

কোম্পানিটির প্রথম সাফল্য আসে নিউজরিল থেকে, যেখানে ভিটাগ্রাফের ক্যামেরাম্যানকে ১৮৯৮ সালের স্পেনীয়-মার্কিন যুদ্ধের একটি দৃশ্যে দেখা যায়। ১৮৯৭ সালে ভিটাগ্রাফ দ্য হাম্পটি ডাম্পটি সার্কাস চলচ্চিত্র প্রযোজনা করে। এটি স্টপ মোশন কৌশল ব্যবহার করা প্রথম চলচ্চিত্র।[]

উল্লেখযোগ্য চলচ্চিত্র

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Eilseen Bowser, The Transformation of Cinema 1907–1915, University of California Press, 1990, p. 23. ISBN 0-520-08534-5
  2. "First animated film"। Guinness World Records। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৮