ভিএফএল ভলফসবুর্গ
ভেরাইন ফুর লিবেসুবুঙ্গেন ভলফসবুর্গ ইভি (সাধারণত ভিএফএল ভলফসবুর্গ (উচ্চারণ [ˌfaʊ ʔɛf ʔɛl ˈvɔlfsbʊɐ̯k]), অথবা শুধুমাত্র ভলফসবুর্গ নামে পরিচিত) হচ্ছে ভলফসবুর্গ ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৪৫ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভিএফএল ভলফসবুর্গ তাদের সকল হোম ম্যাচ ভলফসবুর্গের ফোক্সওয়াগেন এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অলিভার গ্লাসনার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্ক ভিটার। ফরাসি মধ্যমাঠের খেলোয়াড় জোজুয়া গিলাভোগি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ভেরাইন ফুর লিবেসুবুঙ্গেন ভলফসবুর্গ ইভি (ক্রীড়া ক্লাব) ভেরাইন ফুর লিবেসুবুঙ্গেন ভলফসবুর্গ ফুসবল জিএমবিএইচ (পেশাদার ফুটবল ক্লাব) | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি ভলফ (নেকড়ে) | |||
প্রতিষ্ঠিত | ১২ সেপ্টেম্বর ১৯৪৫ | |||
মাঠ | ফোক্সওয়াগেন এরিনা | |||
ধারণক্ষমতা | ৩০,০০০ | |||
মালিক | ফোক্সওয়াগেন[১][২] | |||
নির্বাহী পরিচালক | ফ্রাঙ্ক ভিটার | |||
প্রধান কোচ | অলিভার গ্লাসনার | |||
লিগ | বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ঘরোয়া ফুটবলে, ভিএফএল ভলফসবুর্গ এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি বুন্দেসলিগা, ১টি ডিএফবি-পোকাল এবং ১টি ডিএফএল-সুপারকাপ শিরোপা রয়েছে।
অর্জন
সম্পাদনাঘরোয়া
সম্পাদনা- বুন্দেসলিগা:
- ডিএফবি-পোকাল:
- ডিএফএল-সুপারকাপ:
- চ্যাম্পিয়ন: ২০১৫
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Volkswagen Group Annual Report 2009"। ২৩ মে ২০০৯। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১০।
- ↑ "VfL Wolfsburg Club History"। ২৭ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১০।